তারকেশ্বর: তারকেশ্বর মন্দিরে (Tarakeswar Temple) পুজো দিতে এসে মৃত্যু পুণ্যার্থীর। মঙ্গলবার সকালে মন্দিরে পুজো দিতে আসেন তিনি। সেই সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন। এরপর সঙ্গীরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এ দিন, মৃতদেহটি উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
পুলিশ সূত্রে খবর, মৃত পুণ্যার্থীর নাম অজিত দাস। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার বসিরহাটে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তবে মৃত্যুর কারণ নিশ্চিত করতে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়নাতদন্তের জন্য দেহ পাঠিয়েছে তারকেশ্বর থানার পুলিশ।
জানা গিয়েছে, এ দিন সকালে তারকেশ্বর মন্দিরে পুজো দিতে আসেন অজিত দাস। পুজো দেওয়ার পর আচমকাই অসুস্থ হয়ে পড়েন। ঘামতে থাকেন ক্রমাগত। সঙ্গে-সঙ্গে বাকি পুণ্যার্থীরা তাঁকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলেন। এই বিষয়ে অলোক দাস নামে ক পুণ্যার্থি বলেন, “বাবার মন্দিরে জল ঢেলেছি। দুধপুকুরে স্নান করেছি। এরপর জল ঢেলে ফিরছিলাম তথন উনি আচমকা দাদা বলে ডেকে কাঁপতে-কাঁপতে বসে পড়ল। আমি ধরলাম। পুলিশ এল। এরপর ওনাকে হাসপাতালে ভর্তি করতে করতেই মারা গেল।”
উল্লেখ্য, চৈত্রের গাজন উৎসব উপলক্ষে প্রতিদিন হাজার হাজার সন্ন্যাসীদের ভিড় হচ্ছে তারকেশ্বর মন্দিরে। সন্ন্যাসীদের নিরাপত্তার স্বার্থে একদিকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে স্থানীয় প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে। গত কয়েক দিন ধরে সন্ধ্যায় ঝড় বৃষ্টি হলেও সকাল থেকেই ভ্যাপসা গরম অনুভব করা যাচ্ছে। যার জেরে ভ্যাপসা গরমের কারণে অসুস্থ হচ্ছেন অনেকেই।