Polba: চাউমিন কিনতে গিয়ে নিখোঁজ বালক, উদ্ধার গলাকাটা দেহ

Ashique Insan | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 12, 2024 | 12:56 PM

Hooghly Crime: শ্রমিকরা টিন ঘিরে ঘর বানিয়ে বসবাস করছিল। বালক ওই শ্রমিকদের ফাইফরমাস খাটত, জল এনে দিত। সোমবার সন্ধ্যায় তাকে চাউমিন, এগরোল আনতে দেন শ্রমিকরা। তারপর আর তার খোঁজ মেলেনি।

Polba: চাউমিন কিনতে গিয়ে নিখোঁজ বালক, উদ্ধার গলাকাটা দেহ
মৃতের মা
Image Credit source: TV9 Bangla

Follow Us

হুগলি: চাউমিন আনতে গিয়ে নিখোঁজ বালকের গলা কাটা মৃতদেহ উদ্ধার। পোলবার ঝাঁপায় উত্তেজিত জনতা। ভাঙচুর চালায় অভিযুক্তদের ঘরে। পোলবা থানার পুলিশ, র‍্যাফ বাহিনী ঘটনাস্থলে। সন্ধে থেকে নিখোঁজ ছিল দেব ঘোষ নামে বারো বছরের এক স্কুল ছাত্র। পোলবার রাজহাট গ্রাম পঞ্চায়েতের দিল্লি রোডের পাশে মামার বাড়িতে মায়ের সঙ্গে থাকত ওই বালক। বাড়ির বিপরীতে কলকাতা মুখি দিল্লি রোড। তার পাশে গ্যাস পাইপ লাইনের কাজ করতে আসেন বিহারের কিছু শ্রমিক। সেখানেই অফিস তৈরির কাজ চলছে।

শ্রমিকরা টিন ঘিরে ঘর বানিয়ে বসবাস করছিল। বালক ওই শ্রমিকদের ফাইফরমাস খাটত, জল এনে দিত। সোমবার সন্ধ্যায় তাকে চাউমিন, এগরোল আনতে দেন শ্রমিকরা। তারপর আর তার খোঁজ মেলেনি। আজ সকালে বালকের মৃতদেহ কিছুটা দূরে একটি পুকুরে পরে থাকতে দেখা যায়। পুলিশ জানিয়েছে মৃতের গলায় কাটা চিহ্ন আছে।

বালকের মা মামনির অভিযোগ, তাঁর ছেলেকে গলা কেটে খুন করা হয়েছে। জল তুলে দেওয়ার দুশো টাকা পেত ছেলে।  সেই টাকাই আনতে গিয়েছে বলে ভেবেছিলেন তাঁরা। রাতে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করতে থাকেন। পরে ছেলের দেহ উদ্ধার হয়।

ঘটনায় উত্তেজনা ছড়ায় ঝাঁপা এলাকায়। অভিযুক্ত সন্দেহে শ্রমিকদের ঘর ভাঙচুর করা হয়। পোলবা থানার পুলিশ র‍্যাফ ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।পরে ঘটনাস্থলে আসেন হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত সুপার কল্যাণ সরকার।দেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামাবাড়া হাসপাতালে ময়না তদন্তে পাঠানো হয়।
ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার বলেন, “সকাল দশটা নাগাদ পুলিশ খবর পায়।বলকের মৃতেদহ ভাসতে দেখা যায়। তারপর ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে।পরিবারের সন্দেহ এবং অভিযোগের ভিত্তিতে তিনজনকে আটক করা হয়েছে।নির্দিষ্ট মামলা দায়ের হবে।মৃত্যুর কারন জানতে পারব।।

Next Article