জাঙ্গিপাড়া: শনিবার হুগলির জাঙ্গিপাড়ার এক ঘটনায় শিউরে উঠেছিল গোটা রাজ্য। চারদিন নিখোঁজ থাকার পর এক নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল স্থানীয় একটি জলাশয় থেকে। অভিযোগ উঠেছে, ওই নাবালিকাকে ধর্ষণের পর খুন করে ফেলে রেখে যাওয়া হয়েছিল। এদিকে নাবালিকার দেহ উদ্ধার হলেও তার সাইকেল এখনও উদ্ধার হয়নি। ওই জলাশয়ে ডুবুরি নামিয়ে সাইকেলের খোঁজ করছে পুলিশ। সাইকেলের খোঁজে ড্রোনও ওড়ানো হয়। পরিবারের দাবি ছিল, পুলিশি কুকুর এনে তদন্ত করতে হবে। সেই মতো শনিবার সন্ধে থেকেই সারারাত ধরে পুলিশি কুকুর দিয়ে তল্লাশি চলে। এরপর রবিবার সকাল থেকে ওই জলাশয়ে ডুবুরি নামিয়ে নাবালিকার সাইকেলের খোঁজ চালাচ্ছে পুলিশ।
পুলিশের অনুমান, এই সাইকেলটি পাওয়া গেলে তদন্তের অভিমুখ কিছুটা এগোতে পারে। তবে এদিন সকালে আবারও একপ্রস্থ উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এলাকায়। রবিবার সকালে কংগ্রেসের একটি প্রতিনিধি দল গ্রামে ঢোকার চেষ্টা করে। তখন গ্রামবাসীদের বাধার মুখে পড়েন কংগ্রেসের প্রতিনিধি দল। তাঁদের সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয়। গ্রামবাসীদের বক্তব্য, এই ঘটনা নিয়ে তাঁরা কোনওরকম রাজনীতি চান না। এদিকে এই ঘটনার পর এলাকায় আরও পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে রবিবার বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নেতৃত্বে পদ্ম শিবিরের একটি প্রতিনিধি দলও জাঙ্গিপাড়ায় আসার কথা রয়েছে। এই মৃত্যুর ঘটনায় যথাযথ তদন্তের দাবিতে জাঙ্গিপাড়া থানায় তাঁরা একটি ডেপুটেশন জমা দেবেন বলে জানা গিয়েছে। তবে বিজেপির ওই প্রতিনিধি দল গ্রামে যাবে কি না, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে বিজেপির প্রতিনিধি দল গ্রামে গেলে পরিস্থিতি আবার উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। জাঙ্গিপাড়ার ওই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। তবে এলাকাবাসীরা আপাতত এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় কোনও রাজনীতি চাইছেন না। তাঁরা শুধু চান, ঘটনার যথাযথ তদন্ত হোক। আপাতত পুলিশের তদন্তের উপরেই আস্থা রাখছেন স্থানীয় বাসিন্দা এবং পরিবারের লোকেরা।