Pradip Bhattacharya: ‘বাংলায় নরক তৈরি হয়েছে’, শাসককে বিঁধে কটাক্ষ কংগ্রেস নেতার

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 21, 2022 | 7:45 AM

Pradip Bhattacharya: রাজ্যের এই দুটি নাম এখন বহু চর্চিত। আর এই ইস্যুকে হাতিয়ার করেই পঞ্চায়েত নির্বাচনের আগে শাসকদলকে বিঁধছেন বিরোধীরা।

Pradip Bhattacharya: বাংলায় নরক তৈরি হয়েছে, শাসককে বিঁধে কটাক্ষ কংগ্রেস নেতার
শাসকদলকে বিঁধলেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য

Follow Us

হুগলি: ‘পশ্চিমবাংলায় নরক তৈরি হয়েছে।’শনিবার পোলবার রাজীব গান্ধী স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় এসে বললেন জাতীয় কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য। প্রসঙ্গত, রাজ্যের সাম্প্রতিকতম ইস্যু, পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের কোটি কোটি টাকার সম্পত্তি উদ্ধারের প্রসঙ্গে শাসকদলকে বিঁধতে গিয়ে এমন কথা বললেন প্রদীপ ভট্টাচার্য। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাজারিবাগে বেশ কিছু সম্পত্তির খোঁজ পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, “কত সম্পত্তি আছে আর কী করে বলব? সারা ভারতবর্ষ জুড়ে সম্পত্তি আছে, না বিশ্বের সর্বত্র সম্পত্তি আছে সেটা কী করে জানব। একটা নরক তৈরি হয়েছে পশ্চিমবাংলায়।”

এদিকে, গরু পাচার মামলায় শনিবারই অনুব্রত মণ্ডলকে ফের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আসানসোলে সিবিআই-এর বিশেষ আদালতে অনুব্রতর চার দিনের সিবিআই হেফাজতের নির্দেশ প্রসঙ্গে প্রদীপ ভট্টাচার্য বলেন, “এটি আইনের বিষয় কোর্ট যে সিদ্ধান্ত নেবে, সেটাই চূড়ান্ত। আদালত তাকে আবার হেফাজতে পাঠিয়েছে। আদালত এবং সিবিআই এর ব্যাপার আমার কিছু বলার নেই।”

প্রসঙ্গত, রাজ্যের এই দুটি নাম এখন বহু চর্চিত। আর এই ইস্যুকে হাতিয়ার করেই পঞ্চায়েত নির্বাচনের আগে শাসকদলকে বিঁধছেন বিরোধীরা। পার্থ চট্টোপাধ্যায়ের পাশে যে দল নেই, তা নেতৃত্ব আগেই স্পষ্ট করেছেন। কিন্তু অনুব্রতর পাশে দাঁড়াতে দেখা গিয়েছে খোদ নেত্রীকেই। তাতে আরও বেশি আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন অনুব্রত। এই সব মিলিয়ে রাজ্যের সরগরম পরিস্থিতিতে অক্সিজেন পাওয়ার চেষ্টা করছেন বিরোধীরা। শাসকদলও অবশ্য নেতা কর্মীদের মনোবল চাঙা করতে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে। পথে নেমে প্রতিবাদ মিছিল, শীর্ষ নেতৃত্বের জেলাওয়াড়ি বৈঠক-পর্যালোচনা ও সর্বোপরি নেতা-কর্মীদের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখার ওপর নজর দেওয়া হচ্ছে।

Next Article