হুগলি: বাংলাদেশে চলছে অস্থির পরিস্থিতি। তার প্রভাব পড়েছে এ রাজ্যেও। এই আবহের মধ্যে আবার মুর্শিদাবাদ, ক্যানিং থেকে গ্রেফতার হয়েছে জঙ্গি। যার জেরে শুরু হয়েছে জোর গুঞ্জন। তবে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের কথা, জঙ্গি ধরা পড়ে গেলে চিন্তার কোনও কারণ নেই।
এ দিন, মগড়ার দিগসুই গ্রামে অনাথ আশ্রমে বড় দিনের আগে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রচনা। সেখান থেকেই একাধিক ইস্যুতে মুখ খোলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ। তবে বাংলাদেশ নিয়ে তিনি কোনও রকম মন্তব্য করতে চাননি। রচনার বলেন, “এই নিয়ে দিদি আছেন। তিনিই মন্তব্য করবেন। অনুপ্রবেশকারীরা কোন পরিস্থিতি আছেন। কেন ঢুকছেন। ঢুকলেই বা কী হবে এই সব নিয়ে কিছু বলব না। এ নিয়ে বলার জন্য় আমাদের অন্য মানুষ আছেন। তাঁরা বলবেন।”
এরপরই গত কয়েকদিনে রাজ্যে মুর্শিদাবাদ ক্যানিং জঙ্গি গ্রেফতারের ঘটনার প্রসঙ্গ তোলেন সাংবাদিকরা।
সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে হুগলির তৃণমূল সাংসদ বলেন, “জঙ্গি ধরা না পড়লে চিন্তার বিষয়। ধরা তো পড়ছে? যদি ধরা না পড়ত আলাদা ব্যাপার ছিল। ধরা পড়ে গেলে আর চিন্তার কী আছে?”