Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rachna Banerjee on Mamata Banerjee: দিদি যখন লন্ডন গিয়েছেন, তখন সাংঘাতিক খবর হতে চলেছে: রচনা

Rachna Banerjee on Mamata Banerjee: এ দিন তৃণমূল সাংসদ মুখ্যমন্ত্রীর লন্ডন সফর নিয়ে বলতে গিয়ে প্রথমেই 'ফিঙ্গার ক্রস্ট' করেন। বলেন, "দিদি যেখানে থাকেন সব ভাল হয়। পজেটিভ হয় সব কিছু। আমরা সব পজেটিভ কিছু বিশ্বাস করি। আর দিদি যখন গিয়েছেন তখন সাংঘাতিক কিছু একটা খবর হতে চলেছে।"

Rachna Banerjee on Mamata Banerjee: দিদি যখন লন্ডন গিয়েছেন, তখন সাংঘাতিক খবর হতে চলেছে: রচনা
রচনা বন্দ্যোপাধ্যায়, সাংসদImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 23, 2025 | 3:04 PM

হুগলি: শনিবার রাতের বিমানে চড়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এছাড়াও রয়েছে বাণিজ্য সম্মেলন। আর মুখ্যমন্ত্রীর এই লন্ডন সফর ঘিরে খুবই উচ্ছ্বসিত হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্য়ায়।

এ দিন তৃণমূল সাংসদ মুখ্যমন্ত্রীর লন্ডন সফর নিয়ে বলতে গিয়ে প্রথমেই ‘ফিঙ্গার ক্রস্ট’ করেন। বলেন, “দিদি যেখানে থাকেন সব ভাল হয়। পজেটিভ হয় সব কিছু। আমরা সব পজেটিভ কিছু বিশ্বাস করি। আর দিদি যখন গিয়েছেন তখন সাংঘাতিক কিছু একটা খবর হতে চলেছে।”

উল্লেখ্য, বিশ্ব বাণিজ্য সম্মেলন, ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গতকাল লন্ডন যাওয়ার আগে রাজ্যবাসীকে আশ্বস্ত করেন তিনি। বলেন, “আপনারা সকলেই শান্তিতে ভাল থাকুন। আমরা জাস্ট চার-পাঁচদিন থাকব না। তবে যোগাযোগ থাকবে। কোনও রকম কোনও অসুবিধা হলে আমরা দেখে নেব। ভাল থাকুন।” বস্তুত, শনিবার ২২ তারিখ সকাল ৯টা ১০ মিনিটের বিমান ধরার কথা ছিল মমতার। দুবাই হয়ে লন্ডন যাওয়ার কথা ছিল। কিন্তু হিথরো বিমানবন্দরে আগুন লেগে যাওয়ার কারণে খানিকটা সফরসূচি বদল মমতার। এরপরই গতকাল বিকেলের বিমান ধরে লন্ডন উড়ে যান তিনি।