Rachna Banerjee: হাতে ত্রিশূল নিয়ে রাস্তায় নামলেন রচনা

Rachna Banerjee:সাংসদ বলেন, "সবাই অনেক কিছু নিয়ে হাঁটছে। আমাকে বলল ত্রিশুল ধরতে আমি ত্রিশুল ধরে হাঁটলাম । তাছাড়া জগদ্ধাত্রী পুজোয় আগে কোনওদিনও আসা হয়নি। এবারে এসে খুব ভালো লাগছে। সব কিছুর মাঝে সিঙ্গুর একটা আলাদা অনুভূতির জায়গা।

Rachna Banerjee: হাতে ত্রিশূল নিয়ে রাস্তায় নামলেন রচনা
রচনা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 05, 2024 | 7:06 PM

সিঙ্গুর: হাতে ত্রিশূল নিয়ে জগদ্ধাত্রী পুজো র শোভাযাত্রায় পা মেলালেন হুগলীর সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে এই দিন পান্ডুয়ার পর সিঙ্গুরে উপস্থিত হন তৃণমূল সাংসদ। সিঙ্গুরের রতনপুরে উদয় সংঘ ক্লাবে ৫০তম বর্ষের জগদ্ধাত্রী পুজো উপলক্ষে মঙ্গলবার এই দিন শোভাযাত্রা আয়োজিত হয়। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক করবী মান্না। তাঁদের সঙ্গেই পা মেলান রচনা বন্দ্যোপাধ্যায়। সবুজ পতাকা নাড়িয়ে শোভাযাত্রার সূচনা করেন সাংসদ। মাঝে ত্রিশুল হাতে হাঁটতে দেখা যায় রচনা বন্দ্যোপাধ্যায়কে।

সাংসদ বলেন, “সবাই অনেক কিছু নিয়ে হাঁটছে। আমাকে বলল ত্রিশুল ধরতে আমি ত্রিশুল ধরে হাঁটলাম । তাছাড়া জগদ্ধাত্রী পুজোয় আগে কোনওদিনও আসা হয়নি। এবারে এসে খুব ভালো লাগছে। সব কিছুর মাঝে সিঙ্গুর একটা আলাদা অনুভূতির জায়গা। সারা পশ্চিমবঙ্গের মানুষ সিঙ্গুরকে ভালোবাসে। তাই সিঙ্গুরে এসে সবার সাথে একসঙ্গে থাকতে খুব ভালো লাগলো।”

অন্যদিকে রচনার সাংসদ এলাকায় বলাগড়ে ডাইরিয়ার প্রোকোপ দেখা দিয়েছে। সেখানে দুজনের মৃত্যু হয়েছে। সে প্রসঙ্গে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, “যারা মারা গিয়েছে তাদের জন্য অবশ্যই আমরা দুঃখিত তবে স্বাস্থ্য দফতরের লোক নেমেছে । আশা করি এই রোগ থেকে মুক্তি পাবে মানুষ এবং সুস্থ হয়ে সবাই বাড়ি ফিরে আসবে।”