হুগলি: ধেয়ে আসছে বিশালাকার লরি। আর যাত্রাপথে একের পর এক গাড়িকে ধাক্কা মেরে চলেছে। প্রত্যক্ষদর্শীদের হইচই, ছোটাছুটি, চিৎকার- কে কার কথা শোনে। ততক্ষণে তিন-চারটি গাড়িতে ধাক্কা মারা হয়ে গিয়েছে। অভিযোগ, লরির চালক ছিলেন মদ্যপ। মদ্যপ চালকের হাতে স্টিয়ারিং থাকায় এমন বেপরোয়া ঘটনা ঘটে। পরপর চারটি গাড়িতে ধাক্কা মারে লরিটি। আহত হন তিনজন। লরিটি পূর্ব বর্ধমানের কালনার দিক থেকে হুগলির মগড়ার দিকে যাচ্ছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকাল সাড়ে ৫টা তখন। একটি লরি বেপরোয়া গতিতে ছুটে আসে কালনার দিক থেকে। জিরাট-বারুইপাড়ায় প্রথমে একটি চার চাকা গাড়িকে সজোরে ধাক্কা মারে। লোকজন চিৎকার চেঁচামেচি শুরু করলে ততক্ষণে সেখান থেকে চলে যায় লরিটি।
এরপরই বোড়ালের কাছে একটি জলবোঝাই পিক আপ ভ্যানে গিয়ে আবারও ধাক্কা মারে। সেই গাড়ির ভিতর ছিলেন তিনজন। গুরুতর আহত হন সকলেই। তাতেও রোখা যায়নি লরিটিকে।
এরপরই কিছুটা এগিয়ে গিয়ে একটি বাইকে ধাক্কা মারে। বাইকটি পড়ে যায় রাস্তায়। এরপর একটি জেসিবিকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনায় এসটিকেকে রোডে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় বলাগড় থানার পুলিশ। এসে লরির চালককে আটক করে। একইসঙ্গে তিনজনকে প্রথমে জিরাট আহমেদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর পরিস্থিতি গুরুতর হওয়ায় চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।