Road Accident: একদিনে ২ পৃথক দুর্ঘটনা, জখম ৪

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 04, 2021 | 3:54 PM

Pandua: প্রায় এক ঘন্টা ধরে চলে উদ্ধার কাজ।

1 / 6
সকালবেলাতেই দু'টি পৃথক দুর্ঘটনা জেলায়। শনিবার সকালে প্রথম ঘটনাটি ঘটে। পান্ডুয়ার কাকলি সিনেমাতলা এলাকায়।

সকালবেলাতেই দু'টি পৃথক দুর্ঘটনা জেলায়। শনিবার সকালে প্রথম ঘটনাটি ঘটে। পান্ডুয়ার কাকলি সিনেমাতলা এলাকায়।

2 / 6
স্থানীয় সূত্রে খবর এদিন সকালে বর্ধমানের দিক থেকে চুঁচুড়ার দিকে যাচ্ছিলো একটি লরি। রাস্তায় সামনে এক ব্যক্তি চলে আসে। তাকে বাঁচাতে গিয়ে রাস্তার মাঝেই দাঁড়িয়ে পড়ে লরিটি। তখন লরির পিছন ছিল একটি ছোট হাতি গাড়ি।

স্থানীয় সূত্রে খবর এদিন সকালে বর্ধমানের দিক থেকে চুঁচুড়ার দিকে যাচ্ছিলো একটি লরি। রাস্তায় সামনে এক ব্যক্তি চলে আসে। তাকে বাঁচাতে গিয়ে রাস্তার মাঝেই দাঁড়িয়ে পড়ে লরিটি। তখন লরির পিছন ছিল একটি ছোট হাতি গাড়ি।

3 / 6
সেই গাড়িটি সজোরে ধাক্কা মারে সামনের লরিটিকে। ছোট গাড়িতে থাকা ড্রাইভার খালাসী দুজনেই আটকে পড়ে গাড়ির কেবিনের মধ্যে। স্থানীয় বাসিন্দা ও দমকলের চেষ্টায় দু'জনকে উদ্ধার করে। দমকলের কাটার মেসিন দিয়ে দু'জনকেই উদ্ধার করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পান্ডুয়া থানার পুলিশ। প্রায় এক ঘন্টা ধরে চলে উদ্ধার কাজ। দু'জনকেই উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। আহত ছোট গাড়ির চালক বিট্টু ঘোষ ও খালাসি আমিন আনসারি।

সেই গাড়িটি সজোরে ধাক্কা মারে সামনের লরিটিকে। ছোট গাড়িতে থাকা ড্রাইভার খালাসী দুজনেই আটকে পড়ে গাড়ির কেবিনের মধ্যে। স্থানীয় বাসিন্দা ও দমকলের চেষ্টায় দু'জনকে উদ্ধার করে। দমকলের কাটার মেসিন দিয়ে দু'জনকেই উদ্ধার করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পান্ডুয়া থানার পুলিশ। প্রায় এক ঘন্টা ধরে চলে উদ্ধার কাজ। দু'জনকেই উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। আহত ছোট গাড়ির চালক বিট্টু ঘোষ ও খালাসি আমিন আনসারি।

4 / 6
অন্য দিকে ধান বোঝাই মোটর ভ্যানের অ্যাক্সেল ভেঙে আহত দুই।

অন্য দিকে ধান বোঝাই মোটর ভ্যানের অ্যাক্সেল ভেঙে আহত দুই।

5 / 6
ঘটনাটি ঘটে পান্ডুয়ার গোয়াড়া এলাকায়।আহত দুজনকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পান্ডুয়া থানার পুলিশ।

ঘটনাটি ঘটে পান্ডুয়ার গোয়াড়া এলাকায়।আহত দুজনকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পান্ডুয়া থানার পুলিশ।

6 / 6
স্থানীয় সূত্রে খবর,বৈঁচির বেড়েলা থেকে ধান বোঝাই করে পান্ডুয়ার তিন্নায় যাচ্ছিল মোটর ভ্যানটি। সেই সময় হঠাৎই গোয়াড়ার কাছে মোটর ভ্যানের এক্সেল ভেঙে যায়। গাড়িতে থাকা চালক ও ধানের মালিক আহত হয়।তাদের দু'জনকেই পান্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।মোটর ভ্যান চালকের আঘাত গুরুতর,তার মাথায় হাতে ও পায়ে চোট লেগেছে।

স্থানীয় সূত্রে খবর,বৈঁচির বেড়েলা থেকে ধান বোঝাই করে পান্ডুয়ার তিন্নায় যাচ্ছিল মোটর ভ্যানটি। সেই সময় হঠাৎই গোয়াড়ার কাছে মোটর ভ্যানের এক্সেল ভেঙে যায়। গাড়িতে থাকা চালক ও ধানের মালিক আহত হয়।তাদের দু'জনকেই পান্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।মোটর ভ্যান চালকের আঘাত গুরুতর,তার মাথায় হাতে ও পায়ে চোট লেগেছে।

Next Photo Gallery