Hooghly: হরিপালে গ্রাহক পরিষেবা কেন্দ্রে দুঃসাহসিক ডাকাতি, সিসিটিভি-তে ধরা পড়ল চাঞ্চল্যকর ছবি

Sanath Majhi | Edited By: জয়দীপ দাস

Nov 04, 2023 | 6:21 PM

Hooghly: শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ দোকান বন্ধ করছিলেন সোমনাথবাবু। অভিযোগ, সেই সময় গ্রাহক সেজে দুই ব্যক্তি দোকানে ঢোকে। আচমকা পকেট থেকে বের করে ফেলে আগ্নেয়াস্ত্র। সেই আগ্নেয়াস্ত্র দেখিয়ে দোকানে চলে লুঠপাঠ।

Hooghly: হরিপালে গ্রাহক পরিষেবা কেন্দ্রে দুঃসাহসিক ডাকাতি, সিসিটিভি-তে ধরা পড়ল চাঞ্চল্যকর ছবি
সামনে এসেছে সিসিটিভি ফুটেজ
Image Credit source: TV-9 Bangla

Follow Us

হরিপাল: বিগত কয়েকদিনে বাংলার বুকে নানা প্রান্তে দুঃসাহসিক ডাকাতির ছবি সামনে এসেছে। নদিয়া থেকে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, নানা প্রান্তে ঘটেছে ডাকাতির ঘটনা। সামনে এসেছে বিহার যোগ। এরইমধ্যে এবার গ্রাহক সেজে দোকানে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে গ্ৰাহক পরিষেবা কেন্দ্র থেকে লক্ষাধিক টাকা লুঠের ঘটনা হুগলির হরিপালে। ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। সূত্রের খবর, হরিপালের মহিষটিকরি এলাকায় সোমনাথ পাঁজা নামে এক ব্যক্তির পাঁজা কমিউনিকেশন নামে একটি দোকান রয়েছে। এখানে অনলাইনে টাকা ট্রান্সফার-সহ নানা পরিষেবা প্রদান করা হয়। এই দোকানেই হয়ে গিয়েছে দুঃসাহসিক ডাকাতি। তা নিয়েই শোরগোল শুরু হয়ে গিয়েছে এলাকায়। 

শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ দোকান বন্ধ করছিলেন সোমনাথবাবু। অভিযোগ, সেই সময় গ্রাহক সেজে দুই ব্যক্তি দোকানে ঢোকে। আচমকা পকেট থেকে বের করে ফেলে আগ্নেয়াস্ত্র। সেই আগ্নেয়াস্ত্র দেখিয়ে দোকানে চলে লুঠপাঠ। গোটা ঘটনাই ধরা পড়েছে সিসিটিভিতে। সোমনাথবাবু জানাচ্ছেন আনুমানিক ১ লক্ষ ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে ডাকাতেরা। 

এদিকে ডাকাতেরা দোকান থেকে বেরিয়ে যেতেই চিৎকার শুরু দেন সোমনাথবাবু। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন আশপাশের লোকজন। কাছেই ডিউটিতে ছিলেন দুই সিভিক ভলান্টিয়ার। তাঁরাও তাঁর চিৎকারে এগিয়ে আসেন। দুষ্কৃতীরা যে রাস্তায় দিয়ে পালিয়েছে সেদিকে ধাওয়াও করা হয়। কিন্তু, তাঁদের কোনও খোঁজ পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার বাসিন্দাদের। এর পিছনে বড় কোনও চক্রের যোগ আছে কি না তাও দেখা হচ্ছে।

Next Article