Sacked Teacher Arrest: ‘আমার কন্ঠরোধ করা হয়েছে…’, সারাদিন বসিয়ে রাখার পর বিকেলে ছাড়া হল চাকরিহারা সুমনকে
Sacked Teacher Arrest: সোমবার এসএসসি-র চাকরিহারাদের আন্দোলনের পরিকল্পনা থাকলেও তা স্থগিত করা হয়। সুমন বিশ্বাসের বলেন, "আন্দোলন বানচাল করতেই তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।"

হুগলি: সাড়ে আট ঘণ্টা পর মগরা থানা থেকে মুক্তি দেওয়া হল চাকরিহারা শিক্ষক নেতা সুমন বিশ্বাসকে। সকাল থেকে তাঁকে একটি ঘরে বসিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ। ওই চাকরিহারা শিক্ষকের দাবি, সোমবার যে আন্দোলন হওয়ার কথা ছিল, তা রুখতেই এই ষড়যন্ত্র করা হয়েছে।
শুক্রবার বিধাননগর পুলিশ কমিশনারেট একটি অডিয়ো প্রকাশ করে। অডিয়ো ক্লিপে, পুলিশকে বোমা মারা, পাথর ছোড়া, সকেট বোমা মারার কথা বলা হয়েছে। পুলিশের দাবি, হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা রয়েছে চাকরিহারাদের। সাংবাদিক বৈঠক করে এ কথা বলে পুলিশ। চাকরিহারা আন্দোলনকারী শিক্ষক সুমন বিশ্বাস বলেন, “এ কন্ঠ আমার নয়। পুলিশের অভিযোগ মিথ্যা।” এরপর রাস্তা থেকে সুমনকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। সোমবার বিকেলে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
এদিকে, সোমবার এসএসসি-র চাকরিহারাদের আন্দোলনের পরিকল্পনা থাকলেও তা স্থগিত করা হয়। সুমন বিশ্বাসের বলেন, “আন্দোলন বানচাল করতেই তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।” তিনি বলেন, সুবলের মৃত্যুর বিচার চাইতাম, কেন ১০ বছর পর পরীক্ষা দিতে হবে, সেটা চীৎকার করে জানতে চাইতাম, তাই আমার কন্ঠরোধ করা হল। এরপর আন্দোলন আরও তীব্র হবে বলে জানিয়েছেন তিনি।
সুমন আরও জানান, সোমবার তাঁর বাড়িতে হঠাৎ বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। তিনি তখন মামার বাড়িতে ছিলেন। সেখান থেকে বেরিয়ে এক বন্ধুর বাড়িতে যান আর রাস্তা থেকেই সাদাস পোশাকে কয়েকজন তুলে নিয়ে যায় তাঁকে। একটা জঙ্গলের কাছে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে চেক আপ করে আটক করা হয়।
সুমন বলেন, “আমরা চাই সব যোগ্য শিক্ষকের চাকরি থাক। আর এর জন্য লড়াই চলবে। মুখ্যমন্ত্রী তো আমাদের দেখল না। বিরোধী দলনেতাকে বলব, আমাদের বাঁচান। সব রাজনৈতিক দলকেই বলব পাশে থাকার জন্য।”
