Covid Vaccine: গল্প করতে করতে ফুটিয়ে দিল সূচ, একই দিনে পরপর দু’বার কোভিশিল্ডের প্রথম ডোজ়!

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 23, 2021 | 12:53 AM

Hooghly: অভিযোগ নিজেদের মধ্যে গল্প করতে শুরু করেন স্বাস্থ্যকর্মীরা। আর গল্পের মাঝেই ফের আরও একবার ভ্যাকসিন দিয়ে দেন তাঁরা।

Covid Vaccine: গল্প করতে করতে ফুটিয়ে দিল সূচ, একই দিনে পরপর দুবার কোভিশিল্ডের প্রথম ডোজ়!
একই দিনে দুবার ভ্যাকসিন দেওয়া হল সইফুদ্দিন দফাদারকে (নিজস্ব চিত্র)

Follow Us

হুগলি: একই ব্যক্তিকে পরপর দু’বার ভ্যাকসিনের (Vaccine) প্রথম ডোজ় (First Dose) দেওয়ার অভিযোগ উঠল হাসপাতাল (Hospital) কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই ঘটনায় স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। হুগলির (Hooghly) পান্ডুয়ার ঘটনা। বলাগড় থানা এলাকার গুপ্তিপাড়ার রথতলার বাসিন্দা সইফুদ্দিন দফাদার এই অভিযোগ জানিয়েছেন। তাঁর দাবি, স্বাস্থ্যকর্মীদের (Health Workers) ভুলেই এই ঘটনা ঘটেছে। একই দিনে পরপর দু’বার ভ্যাকসিন নেওয়ার পর অসুস্থ বোধ করেন সইফুদ্দিন। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, সইফুদ্দিনের স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কিছু নেই।

কয়েকদিন আগে হুগলির পান্ডুয়া থানার ঘোড়াগাছা তলায় শ্বশুর বাড়িতে আসেন সাইফুদ্দিন। গত ২০ অক্টোবর পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে টিকা নিতে যান তিনি। কোভিশিল্ডের প্রথম ডোজ নেন হাসপাতালে। যুবকের অভিযোগ,পান্ডুয়া হাসপাতালে যখন তিনি প্রথম ডোজ় নিতে যান, তখনই তাঁকে পরপর ভ্যাকসিনের একই ডোজ় দেওয়া হয়।

অভিযোগ, স্বাস্থ্যকর্মীরা তাঁকে প্রথমে একবার টিকা দেওয়ার পরেই নিজেদের মধ্যে গল্প করতে শুরু করে দেন। এক টেবিল থেকে উঠে গুয়ে আর এক টেবিলে বসেন সইফুদ্দিন। সঙ্গে সঙ্গে আবার কয়েক সেকেন্ডের ব্যবধানে তার বাঁ হাতে আরও একবার ভ্যাকসিন দিয়ে দেন স্বাস্থ্যকর্মীরা। দিয়ে দেওয়া হয় একই ডোজ়। সঙ্গে সঙ্গে তিনি স্বাস্থ্যকর্মীদের বিষয়টি জানালে তাঁরা অগ্রাহ্য করেন বলে দাবি সইফুদ্দিনের। তাঁকে কিছু প্যারাসিটামল জাতীয় ওষুধ দিয়ে বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

আরও পড়ুন : কলকাতায় আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩০০, তড়িঘড়ি শিশুদের জন্য খোলা হচ্ছে সেফ হোম

বুধবার ওই ঘটনা ঘটে। এরপরে তাঁর শারীরিক অসুস্থতা দেখা দেয়। পায়ে যন্ত্রণা, গা জ্বালা শুরু হয় তাঁর। আজ শুক্রবার তিনি পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে আসেন চিকিৎসার জন্য। এ দিন তিনি পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে একটি লিখিত অভিযোগ করেছেন। সইফুদ্দিন জানান, তাঁকে পরপর দুবার ভ্যাকসিন দেওয়া হয়। এরপর তাঁকে বলা হয় পরপর দুবার প্যারাসিটামল খেতে বলা হয়। সেই মতো ওষুধও খান তিনি। প্রথম দিকে তাঁর গা হাত-পায়ে বেস ব্যাথা হয়। পরে গা জ্বালা করতে শুরু করে, যন্ত্রণা হয় হাড়ের মধ্যেও।

পান্ডুয়া ব্লক স্বাস্থ্য আধিকারিক সেখ মঞ্জুর আলম নিজেদের গাফিলতি মেনে নিয়েছেন। যদিও তাঁর দাবি, ওই যুবক একবার এক টেবিলে ভ্যাকসিন নেওয়ার পর, আবার অন্য টেবিলে গিয়ে বসলেন কেন, সেখানেই ভুল হয়েছে। তাঁকে যখন দ্বিতীয়বার ভ্যাকসিন দেওয়া হচ্ছিল, তখন তিনি নিষেধ করেননি কেন, সেই প্রশ্নও তুলেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আপতত ওই যুবককে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থার ওপর নজর রাখা হচ্ছে, যদিও চিন্তার কিছু নেই।

আরও পড়ুন : উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে মৃত্যু ৫ বাঙালির, শনাক্ত করা গিয়েছে ৪ জনকেই

Next Article