Kalyan Banerjee: চালকের আসনে বসলেন কল্যাণ, উল্টোরথের বিকালে ছোটালেন অ্যাম্বুলেন্স
Kalyan Banerjee: তবে এদিনই আবার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপিকেও একহাত নিয়েছেন তিনি। খোঁচা দিয়েছেন বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে। বলেন, “নতুন সভাপতি হয়েছেন, একটু স্বপ্ন-টপ্ন দেখছেন।”

শ্রীরামপুর: উল্টোরথের দড়ি টানতে গিয়ে এক্কেবারে অন্য মেজাজে ধরা দিতে দেখা গেল শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। নাচের তালে কোমর যেমন দোলালেন, তেমনই সাংসদ তহবিল থেকে দেওয়া অ্যাম্বুলেন্সও নিজেই চালিয়ে উদ্বোধন করলেন। শেওড়াফুলির নোনাডাঙা অ্যাথলেটিক ক্লাবকে দেওয়া হয়েছে এই অ্যাম্বুলেন্স। তারই উদ্বোধন হল উল্টোরথের দিন।
অ্যাম্বুলেন্সে উঠে আবার বললেন, “গাড়ি চালানো আমার প্যাশন। ২৫ বছর টানা গাড়ি চালিয়েছি। সাংসদ হওয়ার পর গাড়ি চালানো ছেড়ে দিয়েছি। কেউ সাঁতার-সাইকেল চালানো একবার শিখলে যেমন ভোলে না, তেমনিই গাড়ি চালানো শিখলেও আর ভোলে না। আমি ভীষণ ভাল গাড়ি চালাই।” সেই সঙ্গে একদম শেষে হাসিমুখে বললেন, “এখন বুড়ো হয়ে গিয়েছি তাই ভয় লাগে।”
তবে এদিনই আবার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপিকেও একহাত নিয়েছেন তিনি। খোঁচা দিয়েছেন বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে। বলেন, “নতুন সভাপতি হয়েছেন, একটু স্বপ্ন-টপ্ন দেখছেন।” আক্রমণের ধার আরও বাড়িয়ে বলেন, “শমীক ভট্টাচার্যকে সিপিএমের জামানায় কোনও আন্দোলন করতে দেখেছেন কখনও? এরা সব সুখের পায়রা। মোদীর নামে আছে। এদের মানুষের কাছে কোনও গ্রহণযোগ্যতা নেই। একবার একটা উপনির্বাচনে জিতেছিল তারপর সব নির্বাচনে হেরেছে।”
