পশ্চিমবঙ্গের ৪২টি কেন্দ্রের সম্পূর্ণ ফল দেখতে ক্লিক করুন সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে⇒
⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓
দার্জিলিং || জলপাইগুড়ি || আলিপুরদুয়ার || কোচবিহার || রায়গঞ্জ || বালুরঘাট || মালদা উত্তর || মালদা দক্ষিণ || জঙ্গিপুর || মুর্শিদাবাদ || বহরমপুর || কৃষ্ণনগর || রানাঘাট || বর্ধমান পূর্ব || বর্ধমান-দুর্গাপুর || আসানসোল || বোলপুর || বীরভূম || বাঁকুড়া || বিষ্ণপুর || ঝাড়গ্রাম || মেদিনীপুর || ঘাটাল || পুরুলিয়া || তমলুক || কাঁথি || আরামবাগ || হুগলি || শ্রীরামপুর || উলুবেড়িয়া || হাওড়া || বনগাঁ || জয়নগর || মথুরাপুর || বসিরহাট || ব্যারাকপুর || দমদম || বারাসত || ডায়মন্ড হারবার || কলকাতা উত্তর || কলকাতা দক্ষিণ|| যাদবপুর |
⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑
………………………………………………………………………………………………………………………………………
শ্রীরামপুর: কখনও সিপিএম। কখনও কংগ্রেস। ১৯৫১ সালের প্রথম লোকসভা নির্বাচন থেকে ১৯৯৮ সাল পর্যন্ত এই দুই দলের দখলেই ছিল শ্রীরামপুর। ১৯৯৮ সালে প্রথমবার এখানে ফোটে ঘাসফুল। তৃণমূলের টিকিটে সাংসদ হন আকবর আলি খন্দকার। ২০০৪ সালে শ্রীরামপুরে ফের উড়ে লাল পতাকা। তবে ২০০৯ সাল থেকে এই কেন্দ্র রাজ্যের শাসকদলের দখলে। তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ই পরপর তিনবার জিতেছেন। এবারও ঘাসফুলের প্রার্থী তিনি। বিজেপির প্রার্থী কবীরশঙ্কর বসু। সম্পর্কে তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন জামাই। সিপিএমের টিকিটে লড়েন দীপ্সিতা ধর। তবে লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী অনেকটা পিছনে ফেলে ফের জয়ী হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দেখে নিন কে কত ভোট পেলেন।
শ্রীরামপুর:
দল | প্রার্থী | রাউন্ড | প্রাপ্ত ভোট | এগিয়ে/পিছিয়ে | ভোট শতাংশ |
তৃণমূল | কল্যাণ বন্দ্যোপাধ্যায় | ৬,৭৩,৯৭০ | জয়ী | ৪৫.৬৫ | |
বিজেপি | কবীরশঙ্কর বসু | ৪,৯৯,১৪০ | পরাজিত | ৩৩.৮ | |
সিপিএম | দীপ্সিতা ধর | ২,৩৯,১৪৬ | পরাজিত | ১৬.২ |
উনিশের লোকসভা এবং একুশের বিধানসভা নির্বাচনে বিধানসভা কেন্দ্র অনুযায়ী কোন দল কত ভোট পেয়েছিল?
নির্বাচন | বিধানসভা কেন্দ্র | সিপিএম | বিজেপি | তৃণমূল |
২০১৯ | জগৎবল্লভপুর | ১৮,৪৪৯ | ৮৮,৬৪১ | ১,০০,৫৭১ |
২০২১ | জগৎবল্লভপুর | প্রার্থী দেয়নি | ৮৭,৩৬৬ | ১,১৬,৫৬২ |
২০১৯ | ডোমজুড় | ২১,৬৭৪ | ৭০,৩৭৭ | ১,২৫,৪১০ |
২০২১ | ডোমজুড় | ২২,৭৬৮ | ৮৭,৮৭৯ | ১,৩০,৪৯৯ |
২০১৯ | উত্তরপাড়া | ৩৪,২২৩ | ৭১,৯৪৭ | ৭৫,৪৩৮ |
২০২১ | উত্তরপাড়া | ৪২,৭১৮ | ৫৭,৮৮৯ | ৯৩,৮৭৮ |
২০১৯ | শ্রীরামপুর | ১৯,২২৩ | ৭৫,৩২৬ | ৭২,৮২৩ |
২০২১ | শ্রীরামপুর | ১৯,৪০১ (কংগ্রেস) | ৬৯,৫৮৮ | ৯৩,০২১ |
২০১৯ | চাঁপদানি | ১৯,২৯২ | ৭৯,০৭১ | ৮০,৯৩০ |
২০২১ | চাঁপদানি | ২৩,২৭২ (কংগ্রেস) | ৭০,৮৯৪ | ১,০০,৯৭২ |
২০১৯ | চণ্ডীতলা | ২৪,৮৯২ | ৭০,৮৮৫ | ৮৮,১০১ |
২০২১ | চণ্ডীতলা | ৩৭,১৬১ | ৬১,৭৭১ | ১,০৩,১১৮ |
২০১৯ | জাঙ্গিপাড়া | ১৪,২৯৭ | ৮২,০২৬ | ৯৩,৯৫৮ |
২০২১ | জাঙ্গিপাড়া | প্রার্থী দেয়নি | ৮৩,৯৫৯ | ১,০১,৮৮৫ |