উত্তরপাড়া: লকার থেকে সোনা গায়েব করার অভিযোগ উঠল খোদ ম্যানেজারের বিরুদ্ধে। সিসিটিভি বন্ধ করে সোনা হাতিয়ে নিলেন বেসরকারি স্বর্ণ ঋণ প্রদানকারী সংস্থার ম্যানেজার। এই ঘটনার বারো দিন অভিযুক্তকে হাতেনাতে পাকড়াও করল পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরপাড়ার জে কে স্ট্রিটের একটি স্বর্ণ ঋণ প্রদানকারী সংস্থার ম্যানেজারের বিরুদ্ধে।
জানা গিয়েছে, গত ২৯ ডিসেম্বর উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের হয় সংস্থার পক্ষ থেকে। সেই অডিটে গড়মিল ধরা পড়ায় দায়ের হয় লিখিত অভিযোগ। বলা হয় কোটি টাকার সোনার হিসাব মিলছে না। এরপর থেকে ম্যানেজার সঞ্জীব দত্ত নিখোঁজ ছিলেন। পুলিশ তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। শেষে একটি ফোন কলই ধরিয়ে দেয় তাঁকে।
পুলিশ সূত্রে খবর, পালানোর পর থেকেই মোবাইল ফোন সুইচ অফ করেন দেন অভিযুক্ত। কিন্তু তাঁর ফোনের একটি কল লিস্ট ঘেঁটে দেখার পর একটি কল দেখেই সন্দেহ হয় পুলিশের। তখনই তৎপর হয় উত্তরপাড়ার থানার পুলিশ। একটি দল গঠিত হয় অভিযুক্তকে হাতেনাতে পাকড়াও করার জন্য। এরপর দিঘা উদ্দেশ্যে রওনা দেয় উত্তরপাড়া থানার পুলিশ।
তবে সেখানে গিয়ে পৌঁছলেও প্রথমে হাতে আসেনি সঞ্জীব। তবে নাছোড় পুলিশ। ছেড়ে দেওয়ার পাত্র নয়। দিঘার বিভিন্ন হোটেলে তল্লাশি চালাতে থাকে তারা। এরপর মঙ্গলবার সকালে সঞ্জীব দত্তকে গ্রেফতার করে পুলিশ। বিকালে উত্তরপাড়া থানায় নিয়ে আসে। স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। বুধবার শ্রীরামপুর আদালতে পেশ করা হবে তাঁকে।