Suvendu Adhikari: DA রায় যেদিন হবে, সেদিন ১৪ তলা থেকে পালাবে: শুভেন্দু

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Dec 10, 2022 | 7:50 PM

Suvendu Adhikari: শুভেন্দু বললেন, "কাউকে তাড়াতে হবে না। কোনও মিছিল-মিটিং করতে হবে না। ডিএ মামলার অর্ডার যেদিন হবে, সেদিন জেনে নিন, ১৪ তলা থেকে পালাবে।"

Suvendu Adhikari: DA রায় যেদিন হবে, সেদিন ১৪ তলা থেকে পালাবে: শুভেন্দু
চূঁচূড়ার সভায় শুভেন্দু অধিকারী (নিজস্ব চিত্র)

Follow Us

চূঁচুড়া: আগামী ১৪ ডিসেম্বর আদালতে ডিএ মামলার শুনানি রয়েছে। এদিকে তাৎপর্যপূর্ণভাবে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ডিসেম্বর মাসের যে তিনটি তারিখের কথা বলেছেন, তার মধ্যে এই ১৪ তারিখও রয়েছে। শনিবার চূচূঁড়ায় বিজেপির একটি সভার আয়োজন করা হয়েছিল। সেখানে শুভেন্দু অধিকারীর মুখে ফের একবার শোনা গেল মহার্ঘভাতার ইস্যু। রাজ্য সরকারকে একহাত নিয়ে শুভেন্দু বললেন, “ডিএ আপনাকে দিতে হবে। কাউকে তাড়াতে হবে না। কোনও মিছিল-মিটিং করতে হবে না। ডিএ মামলার অর্ডার যেদিন হবে, সেদিন জেনে নিন, ১৪ তলা থেকে পালাবে। ২৩ হাজার কোটি টাকা একমাসে দিতে হবে। ২০১৫ সাল থেকে এরিয়ার। আগামী সপ্তাহটা খুব গুরুত্বপূর্ণ। লক্ষ্য রাখুন টিভির দিকে।”

পাশাপাশি বিধানসভার বিরোধী দলনেতার আরও সংযোজন, “সব রাজ্য ডিএ দেয়। এখানে কেন্দ্রের সঙ্গে ৩৫ শতাংশের ব্যবধান। আর যোগী আদিত্যনাথ দীপাবলির সময় অতিরিক্ত দিয়ে দিয়েছেন। উত্তর প্রদেশে ৩৯ শতাংশ বেশি।” এর পাশাপাশি অসমে হিমন্ত বিশ্বশর্মার সরকার, ওড়িশায় নবীন পট্টনায়েকের সরকারের ভূমিকারও প্রশংসা করেন রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

নন্দীগ্রামের বিধায়ক এদিন রাজ্যকে আক্রমণ শানিয়ে বলেন, “ভোটের আগে বলেছিল ডবল ডবল চাকরি। কেমন ডবল ডবল চাকরি যাচ্ছে দেখছেন? কোন রাজ্যে আছেন আপনি? সবে তো সন্ধে হয়েছে।” তাঁর খোঁচা, তৃণমূল নাকি বর্তমানে ‘ভেন্টিলেশনে’ রয়েছে এবং এরপর নাকি ‘কোমা’য় চলে যাবে। পাশাপাশি শুভেন্দু অধিকারীর আরও আক্রমণ, “আমি মশা মাছি মেরে হাত গন্ধ করব কেন? আমি তো আপনাদের মালিককে হারিয়েছি।”

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর এই একের পর এক আক্রমণ ঘিরে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। রাজ্যে এখন ডিসেম্বর মাস চলছে। শীতের দাপট বাড়তে শুরু করেছে। কিন্তু রাজ্য রাজনীতিতে ডিসেম্বরে যেন ক্রমেই তপ্ত হচ্ছে বাতাবরণ। অনেকদিন ধরেই বিজেপি শিবির ইঙ্গিত দিয়ে আসছিল, ডিসেম্বরে বড় কিছু হতে চলেছে। সম্প্রতি দিনক্ষণও ঘোষণা করে দিয়েছেন শুভেন্দু। ১২, ১৪ এবং ২১… এই তিনটি তারিখ খুব ‘গুরুত্বপূর্ণ’  বলে দাবি শুভেন্দুর।

Next Article