হুগলি: উৎসবের মরসুম। স্বাভাবিকভাবেই সপরিবারে আনন্দে মেতেছিলেন। বেরিয়েছিলেন ঘুরতে। সদর দরজায় ভাল ভাবে তালাও লাগিয়েছিলেন। কিন্তু বাড়ি ফিরে দেখলেন সদর দরজা হাট করে খোলা। ঘরের সব কিছু লণ্ডভণ্ড। পুজোর মধ্যেই ভয়াবহ চুরির ঘটনা ঘটল হুগলির তারকেশ্বরে। বাড়িতে কেউ না থাকার সুযোগে আলমারির তালা ভেঙে লক্ষাধিক টাকা ও ৩০ ভরি সোনার গয়না চুরি গিয়েছে বলে দাবি গৃহকর্তার। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির তারকেশ্বরের পিয়াসারা এলাকায়।
সূত্রে জানা গিয়েছে, পরিবারের চার সদস্যকে নিয়ে দিঘায় বেড়াতে গিয়েছিলেন মুসিআর রহমান মল্লিক। নবমীর ভোর চারটে নাগাদ বাড়িতে ঢুকেই হতভম্ভ হয়ে যান মুসিআর রহমান। কারণ মেন গেটের তালা দেওয়া ভাঙা অবস্থায় ছিল। বাড়ির ভিতরে আলমারি ভেঙে লক্ষাধিক টাকা এবং ৩০ ভরি সোনার গহনা এবং ১০ ভরি রূপার গয়না চুরি করে পালায় দুষ্কৃতীরা।
ভোরেই তারকেশ্বর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় তারকেশ্বর থানার পুলিশ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ফুটেজ খতিয়ে দেখে পুলিশ দেখতে চাইছেন, ওই সময় এলাকায় কোন কোন বহিরাগত ঢুকেছিল। পুজোর মধ্যেই এই ধরনের ঘটনায় গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে।