Potato Price: নতুন আলুর দামও হবে আকাশছোঁয়া? কেন এমন আশঙ্কা করছেন চাষীরা?
Potato Price: জেলাজুড়ে যেভাবে আলু গাছে পচন ধরেছে তাতে শুধু চাষিরাই নয়, মধ্যবিত্তের কপালেও চিন্তার ভাঁজ পড়েছে। বিগত কয়েক মাস ধরেই আলুর দাম নিয়ে টানাপোড়েন কম হয়নি। কোল্ড স্টোরেজে মজুত অতিরিক্ত আলু নিয়ে নিয়েও বেড়েছিল উদ্বেগ।

হুগলি: আবহাওয়ার খামখেয়ালিপনা চলছেই! বিগত কয়েক বছর ধরে অতি বৃষ্টির কারণে মার খাচ্ছেন আলু চাষিরা। এবার অতিবৃষ্টি নয়, চাষিদের মূল মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কুয়াশা। কুয়াশার জেরে আলু গাছে ধরেছে পচন, বিগত দশ-বারো দিন এক টানা কুয়াশার পর রোদের উত্তাপে হুগলি জেলায় হাজার হাজার বিঘা জমিতে আলু গাছে পচন ধরায় মাথায় হাত পড়েছে চাষিদের। তার উপর উধাও হয়ে যাচ্ছে শীত। যার জেরে ব্যাপক হারে ফলন কমার আশঙ্কায় চাষিরা।
আলু চাষিদের দাবি কুয়াশার পরই রোদের উত্তাপে বিঘার পর বিঘা জমির আলু গাছ পচে যাচ্ছে। সিংহভাগ জায়গাতেই এখন আলু গাছের বয়স মাত্র দুই থেকে আড়াই মাস। কমপক্ষে আরও মাস দেড়েক না গেলে পরিপুষ্ট আলুর ফলন হওয়া মুশকিল, বলছেন চাষীরা। তারমধ্যে এখনই যদি গাছ পচে শুকিয়ে যায় তাহলে দিনের শেষে ফলন অর্ধেক হয়ে যাবে বলে মনে করছেন তাঁরা।
জেলাজুড়ে যেভাবে আলু গাছে পচন ধরেছে তাতে শুধু চাষিরাই নয়, মধ্যবিত্তের কপালেও চিন্তার ভাঁজ পড়েছে। বিগত কয়েক মাস ধরেই আলুর দাম নিয়ে টানাপোড়েন কম হয়নি। কোল্ড স্টোরেজে মজুত অতিরিক্ত আলু নিয়ে নিয়েও বেড়েছিল উদ্বেগ। কিন্তু, দামে লাগাম টানা যায়নি দীর্ঘ সময়। এখন নতুন আলুতেও পচন ধরলে আলুর দাম যে বাড়বে তা বলার অপেক্ষা রাখে বলেই মনে করছেন চাষীরা। এদিকে আবহাওয়া দফতর বলছে, কুয়াশার দাপট যেমন চলছে তেমনই চলবে। তবে নতুন সপ্তাহ থেকেই ধীরে ধীরে গুটি গুটি পায়ে বাংলা থেকে বিদায় নেবে শীত।





