হুগলি: ‘পঞ্চায়েতে রক্তের বন্যা বইবে’, আশঙ্কা হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের(BJP MP Locket Chatterjee)। এদিন পাণ্ডুয়ায় এ বিষয়ে আশঙ্কা প্রকাশ করেন লকেট। তাঁর স্পষ্ট বক্তব্য পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে বাড়ছে দুষ্কৃতী দৌরাত্ম্য। সবটাই হচ্ছে শাসকদলের মদতে। তৃণমূলের (Trinamool Congress) বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় তোপ দেগে তিনি বলেন, “নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বেই তো ওরা জেরবার। কার হাতে সিন্ডিকেট, তোলাবাজির ক্ষমতা থাকবে তা নিয়ে অনেক পঞ্চায়েতে রক্তের বন্যা বইবে। নিজেদের দলেও রক্তের বন্যা বইবে, সাধারণ মানুষই রেহাই পাবে না।”
এদিন পাণ্ডুয়ায় দলের একটি প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন লকেট। সেখান থেকেই এ মন্তব্য করতে দেখা যায় তাঁকে। পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূলও। পদ্ম শিবিরকে এক হাত নিয়েছেন তৃণমূলের পান্ডুয়া ব্লক সভাপতি সঞ্জয় ঘোষ। তিনি বলেন, “এরা তো আসলে রক্ত নিয়েই খেলতে চাইছে। মানুষের পাশে ওরা নেই, উন্নয়নে নেই। বাংলায় রাজনীতিতে তো বিজেপি দেউলিয়া হয়ে গিয়েছে। দিশেহারা হয়ে ঘুরে বেড়াচ্ছে লকেট, শুভেন্দু, সুকান্তরা। পান্ডুয়ায় বিজেপি বলে কিছু নেই। আজ লকেট পাণ্ডুয়ায় এসেছিল উত্তেজক কথা বলতে। পরিবেশটাকে খারাপ করতে। জোর গলায় বলছি, ৯০ শতাংশ এলাকায় বিজেপি, সিপিএম, কংগ্রেস পাণ্ডুয়ায় প্রার্থী দিতে পারবে না। মানুষ আমাদের দিকেই আছে। আগামীতে হুগলি জেলায় বিজেপির কোনও অস্তিত্ব থাকবে না।”
প্রসঙ্গত, হাত আর মাত্র কটা দিন। ইতিমধ্যেই গোটা বাংলায় বেজে গিয়েছে পঞ্চায়েত ভোটের রণদামামা। যে কোনও মুহূর্তে হতে পারে দিনক্ষণ ঘোষণা। যদিও ইতিমধ্যেই গোটা বাংলায় জোরকদমে প্রচার শুরু করে দিয়ছে শাসক-বিরোধীরা। ভোটের হাওয়ায় তপ্ত হুগলিও। এমতাবস্তায় লকেটের এ মন্তব্য নিয়ে জেলার রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে চর্চা।