হুগলি: নবমীর ভোর। আবাসনের বাসিন্দার তখনও ঘুমে। কেউ-কেউ তখন সারারাত ঠাকুর দেখে ক্লান্ত হয়ে বাড়ি ফিরছেন। কেউ-কেউ আবার সদ্য উঠেছেন নবমী পুজোর তোড়জোড়ের জন্য। এই অবস্থায় আচমকা প্রতিমার সামনে যেতে চোখ কপালে সকলের।পুজোর বাসন-কোসন, শাড়ি কাপড়,গামছা পুজো সামগ্রী কিছুই নেই। যখন খুঁজে পাওয়া গেল তখন বোঝা গেল যে চুরি হয়ে গিয়েছে। তবে আরও এই চোর যেমন-তেমন চোর নয়। সিসিটিভি ফুটেজ সামনে আসতেই দেখা গেল চোর ভক্তি ভরে মা দুর্গাকে প্রণাম করল। তারপর জিনিস পত্র নিয়ে চম্পট দিল।
হুগলির শেওড়াফুলি চার নম্বর রেল গেটের সামনে দিশারী মহিলা আবাসনের পুজো মণ্ডপের চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, নবমীর ভোরে চুরির ঘটনা ঘটেছে।
ভোর চারটে নাগাদ এই চুরির ঘটনা ঘটে। সেই চুরির দৃশ্য ধরা পরে সিসি টিভিতে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে একজন টুপি পরে পুজো মণ্ডপের সামনে আসে,তার পিঠে ব্যাগ হাতে একটা বড় সাদা ব্যাগ। প্রথমে দুর্গা মাকে প্রণাম করল এদিক ওদিক দেখে নিয়ে চটি খুলে মণ্ডপে প্রবেশ করেন। কিছুক্ষণ পরে বেরিয়ে এল ব্যাগ ভর্তি করে। তারপর চুপচাপ রাস্তা দিয়ে হেঁটে চলে গেল।
গোটা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে চোর ধরতে তৎপর হয়েছে পুলিশ। আবাসনের বাসিন্দা প্রিয়াঙ্কা দাস জানিয়েছেন, তাদের সাত বছরের পুজোয় এরকম কোনও দিন হয়নি। দশমী পুজোর আগে সব কিছু চুরি হয়ে যাওয়ায় বিপাকে পরেছেন তারা। গতকাল অনেক রাত পর্যন্ত আবাসনের লোকজন ছিল। ভোরের দিকে মণ্ডপে কেউ ছিল না। সেই সু্যোগে চোর চুরি করে চলে যায়।’