Hooghly: তৃণমূল কাউন্সিলরের ‘দাদাগিরি’, বিনা অনুমতিতে বাড়িতে ঢুকে গৃহস্থের গাছের ডাল কাটার অভিযোগ

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 30, 2022 | 5:06 PM

West Bengal: হুগলির শ্রীরামপুরের ঘটনা। বৃহস্পতিবার শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বাড়ির মালিক।

Hooghly: তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি, বিনা অনুমতিতে বাড়িতে ঢুকে গৃহস্থের গাছের ডাল কাটার অভিযোগ
অঙ্কিতা গোস্বামী (নিজস্ব ছবি)

Follow Us

হুগলি: হুগলিতে তৃণমূল কাউন্সিলের দাদাগিরি। বাড়ির মালিকের অনুপস্থিতিতে বিনা অনুমতিতেই বাড়িতে ঢুকে গাছের ডাল কাটার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার কাউন্সিলরের।

হুগলির শ্রীরামপুরের ঘটনা। বৃহস্পতিবার শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বাড়ির মালিক। অভিযোগকারী অভিজিৎ দাস জানান, ‘আইআইটি স্কলার তিনি,কাজের সূত্রে বাইরে থাকতে হয়। গত ২৭ তারিখে বাড়ি ফিরে দেখেন বাড়ির আম গাছের কয়েকটি ডাল কেটে ফেলে হয়েছে। শ্রীরামপুর পৌরপ্রধানের সঙ্গে যোগাযোগ করলে পৌর প্রধান জানান পুরসভা কাউকে গাছ কাটার অনুমতি দেয়নি।’

সূত্র মারফত অভিজিত বাবু জানতে পারেন, তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নির্দেশে গাছের ডাল কাটা হয়েছে। তৃণমূল কাউন্সিলর অঙ্কিতা গোস্বামী জানান, ‘গাছ কাটা হয়নি। রাস্তার উপর ঝুলে থাকা গাছের ডাল ছাঁটা হয়েছে মাত্র। তাঁর দাবি গাছের ডালের জন্য ল্যাম্প পোস্টের লাইট ভেঙে যাচ্ছিল। শুধু ল্যাম্পপোস্টের সামনে যে ডাল ছিল সেটাকেই কাটা হয়েছে।’

পরিবেশবিদ বিশ্বজিত মুখোপাধ্যায় বলেন, ‘গাছ কাটতে গেলে বন দফতরের অনুমতি নিতে হয় ৷ কারোর বাড়িতে বিনা অনুমতি ছাড়া ঢুকে গাছের ডাল কেটে দেওয়া একটা অপরাধ। এটা অত্যন্ত খারাপ কাজ। কিছু দিন আগে একই ঘটনা চুঁচুড়ায় ঘটে। পরিবেশের ক্ষেত্রে এটা খারাপ ৷’

বিজেপির রাজ্য কমিটির সদস্য ভাস্কর ভট্টাচার্য্য জানান, ‘আজকে এমন অবস্থা এই সরকারের, দলের এবং কাউন্সিলরদের কারোর বাড়িতে ঢুকতে গেলে অনুমতি লাগে সেটা কেউ মানে না। এরাই বলে আমরাই পুলিশ, আমরাই কোর্ট। যা পরিস্থিতি তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের নিরাপত্তা বলে কিছু নেই।’

Next Article