CM Mamata Banerjee: সবে ডানকুনি টোলপ্লাজার কাছে এসেছে মমতার কনভয়, হঠাৎ খয়েরি খাম হাতে ছুটে গেলেন TMC কাউন্সিলর, তারপরই…

Sanath Majhi | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 24, 2024 | 8:21 PM

CM Mamata Banerjee: মঙ্গলবার বিকেল নাগাদ ডানকুনি টোল প্লাজা থেকে যাচ্ছিল মুখ্যমন্ত্রীর কনভয়। সেই সময় আইএনটিটিইউসি-র কর্মীরা পতাকা হাতে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। আচমকা ডানকুনি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শুভজিৎ গঙ্গোপাধ্যায় একটি ব্রাউন খমা হাতে মমতার গাড়ির সামনে এগিয়ে যান।

CM Mamata Banerjee: সবে ডানকুনি টোলপ্লাজার কাছে এসেছে মমতার কনভয়, হঠাৎ খয়েরি খাম হাতে ছুটে গেলেন TMC কাউন্সিলর, তারপরই...
কী ঘটল?
Image Credit source: Tv9 Bangla

Follow Us

ডানকুনি: মঙ্গলবার বীরভূমে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ফেরার পথে হঠাৎই ঘটল একটি অদ্ভুত কাণ্ড। মুখ্যমন্ত্রী যখন ডানকুনি টোল প্লাজা ক্রশ করে যাচ্ছিলেন। আচমকাই এলাকার তৃণমূল কাউন্সিলর ছুটে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের সামনে। ব্যাস তখনই বিপত্তি…।

মঙ্গলবার বিকেল নাগাদ ডানকুনি টোল প্লাজা থেকে যাচ্ছিল মুখ্যমন্ত্রীর কনভয়। সেই সময় আইএনটিটিইউসি-র কর্মীরা পতাকা হাতে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। আচমকা ডানকুনি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শুভজিৎ গঙ্গোপাধ্যায় একটি ব্রাউন খমা হাতে মমতার গাড়ির সামনে এগিয়ে যান। ওদিকে তখন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগীর নেতৃত্বে মুখ্যমন্ত্রীর কনভয়কে রাস্তা করে দিচ্ছিলেন পুলিশ কর্মীরা। তখনই শুভজিৎ এই কাণ্ড ঘটানোয় কার্যত ক্ষুব্ধ হন পুলিশ কমিশনার। তাঁকে বলতে শোনা যায়, “ম্যাডামের নিরাপত্তার থেকেও আপনার খাম দেওয়া জরুরি?”

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বলয় ভেঙে কেন কাউন্সিলর গাড়ির কাছে গেলেন সে বিষয়ে জিঞ্জাসাবাদ করা হয় কাউন্সিলরকে। এমনকী, কমিশনার অমিত পি জাভালগীর কাউন্সিলরকে থানায় যেতেও নির্দেশ দেন। পরে যদিও শুভজিৎ গোটা বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, “না না এমন কোনও ঘটনা তো ঘটেনি। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটি আন্ডারপাসের দাবি ছিল।”

Next Article