Dankuni : টোল প্লাজায় কর্মী নিয়োগে নিতে হবে নেতার ‘অনুমতি’, কাউন্সিলরের চিঠি ঘিরে শোরগোল ডানকুনিতে

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Jan 03, 2023 | 8:30 PM

Dankuni : চিঠি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শাসকদলকে কাঠগড়ায় তুলে আক্রমণ শানাতে শুরু করেছে বিরোধীরা। অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব।

Dankuni : টোল প্লাজায় কর্মী নিয়োগে নিতে হবে নেতার ‘অনুমতি’, কাউন্সিলরের চিঠি ঘিরে শোরগোল ডানকুনিতে

Follow Us

ডানকুনি : টোল প্লাজায় কর্মী নিয়োগ করতে হলে নিতে হবে তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলরের অনুমতি। এই মর্মে পৌরসভার প্যাডে ডানকুনি (Dankuni) টোল প্লাজায় লিখিত নির্দেশ পাঠিয়েছেন ডানকুনি পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসান মণ্ডল। নিয়োগ দুর্নীতি নিয়ে যখন তোলপাড় রাজ্য-রাজনীতি সেই সময় এই চিঠি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শাসকদলকে কাঠগড়ায় তুলে আক্রমণ শানাতে শুরু করেছে বিরোধীরা। অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। ডানকুনি পৌরসভার প্যাডে গত ৩১ ডিসেম্বর ডানকুনি টোল প্লাজার ম্যানেজারের উদ্দেশে কাউন্সিলর হাসান মন্ডল যে লিখিত চিঠি দিয়েছেন তাতে লেখা আছে ডানকুনি টোল প্লাজায় কোনও কর্মী নিয়োগ করতে হলে তাঁকে জানিয়ে এবং তার সঙ্গে আলোচনা করে যেন নিয়োগ করতে হবে। এই চিঠি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। 

এ বিষয়ে কাউন্সিলর হাসান মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর সাফ জবাব, তিনি এটা লিখতে বাধ্য হয়েছেন কারণ তিনি ওই এলাকার দশ বছরের কাউন্সিলর। তাই টোল প্লাজা কোনও নিয়োগ করলে তাঁকে জানাতে হবে। কিন্তু, গত দশ বছরে নিয়োগ সম্পর্কিত কিছু তাঁকে জানানো হয়নি বলেই তাঁর এই চিঠি। অন্যদিকে বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি মোহন আদক বলেন, “তৃণমূল যে চাকরি চুরি করে তার আরও একটা প্রমাণ পাওয়া গেল ডানকুনিতে। এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা।” এর বিরুদ্ধে তাঁদের লড়াই জারি থাকবে বলে জানান তিনি। 

অন্যদিকে হুগলি জেলা পরিষদের পূর্ত ও পরিবহন দফতরের কর্মাধ্যক্ষ তথা INTTUC-র ডানকুনি টোলপ্লাজা শ্রমিক সংগঠনের সভাপতি সুবীর মুখার্জি বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। প্রশাসনিক প্যাড প্রশাসনিক কাজে ব্যবহার করা উচিত। মানুষের প্রয়োজনে ব্যবহার করা উচিত। কী কারণে চাকরির বিষয়ে কাউন্সিলর টোল প্লাজাকে চিঠি দিলেন জানা নেই। টোল কর্তৃপক্ষ কাকে চাকরি দেবে সেটা তাদের নিজস্ব ব্যাপার। কাউন্সিলর ভুল করেছে। দলের উপর তলায় ঘটনার কথা জানানো হয়েছে।”

Next Article