AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kalyan Banerjee: ‘দিদি তিন-তিনবার আর্শীবাদ করেছেন..’, মান-অভিমান মিটল কল্যাণের?

Kalyan Banerjee:

Kalyan Banerjee: 'দিদি তিন-তিনবার আর্শীবাদ করেছেন..', মান-অভিমান মিটল কল্যাণের?
কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাংসদImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 09, 2025 | 7:43 PM
Share

হুগলি: ‘একবার নয়, তিন-তিনবার কথা হয়েছে দিদির সঙ্গে…ঠিক আছে?’ ঠিক এইভাবেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকদিন ধরে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে দলের অন্দরে তাঁর সঙ্গে মনোমালিন্য চলছিল। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও নাম না করে বার্তা দিয়েছিলেন, “দলের শৃঙ্খলাভঙ্গ কোনও মতেই বরদাস্ত করা হবে না।” এরপর আজ কল্যাণ সাংবাদিকদের কার্যত বুঝিয়ে দিলেন সব মান-অভিমান মিটে গিয়েছে তাঁর।

শনিবার রাখি। সেই উপলক্ষে মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন কল্যাণ। সাংসদ নিজেই জানান সে কথা। এরপর তিনি বলেন, “দিদিকে প্রণাম জানিয়েছি, দিদি তিনবার আশীর্বাদ করেছে। একবার নয় বরং তিনবার আশীর্বাদ করেছে দিদি।” একই সঙ্গে অনুতপ্তও হয়েছেন তিনি। নিজেই বলেন, “আননেসেসারি নারীর জন্য নষ্ট করছি। তার জন্য অনেকের কাছে খারাপও হয়ে যাচ্ছি। দিদিকে অনেক উল্টোপাল্টা বলে ফেলেছি। এটা না বললেই হয়ত ভাল হতো।”

বিগত কয়েকদিন ধরে মহুয়া ও কল্যাণের দ্বন্দ্ব নিয়ে কম আলোচনা হয়নি রাজনীতির অলিগলিতে। এমনকী, লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতকের পদ থেকে ইস্তফা দেন কল্যাণ। সেই ইস্তফাপত্র গ্রহণ করেন মমতা। মহুয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। রাগের মাথায় বলে বসেন নিজের দলের অর্ধেক সাংসদই উপস্থিত থাকেন না। শেষে এই ঝামেলায় মধ্যস্থতা করেন অভিষেক। প্রায় দেড় ঘণ্টা কথা হয় তাঁদের মধ্যে সেটা নিজেই জানান সাংসদ। এরপর প্রশ্ন উঠছিল এবার কি মিটবে কল্যাণের অভিমান? সেই উত্তর নিজেই দিলেন সাংসদ। হাসিমুখে জানালেন দিদি তাঁকে আশীর্বাদ করেছেন। অর্থাৎ মান-অভিমান যে দলের সঙ্গে মিটেছে তা এ দিন কল্যাণের গালভর্তি হাসি দেখেই বলেই দিচ্ছেন রাজনীতির কারবারিদের একাংশ।