মালদহ: কয়েকদিন আগে তাঁরই বাড়িতে একটা চুরির ঘটনা ঘটে। ঘটনায় জড়িত রয়েছেন গ্রামের কয়েকজন যুবক। সন্দেহ করেছিলেন পুরাতন মালদা থানার রসিলাদহ বাগানপাড়া এলাকার বাসিন্দা নেপাল মণ্ডল। তিনি পেশায় টোটো চালক। ঘটনাকে কেন্দ্র করে গ্রামে একটি সালিশি সভাও বসে বলে খবর। কিন্তু, সেখানে কোনও সুরাহা না হওয়ায় পুলিশের দ্বারস্থ হওয়ার চিন্তা করছিলেন নেপাল। এরইমধ্যে এদিন নিজের বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার হল। অভিযোগ, শ্বাসরোধ করে কেউ বা কারা তাঁকে খুন করে বাড়িতে ফেলে রেখে গিয়েছে। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রসিলাদহ বাগানপাড়া এলাকায়।
সূত্রের খবর, সম্প্রতি কেউ বা কারা নেপালকে ফোনে খুনের হুমকি দিয়েছিল। তারপর ৪৮ ঘণ্টা কাটতে কাটতে না কাটতেই তাঁর মৃতদেহ উদ্ধারে বিস্মিত এলাকার লোকজনও। এদিকে নেপাল মণ্ডলের স্ত্রী মৌসুমী মণ্ডল আবার তাঁর সন্তানদের নিয়ে অন্যত্র থাকেন। তবে তাঁকে ফোনে খুনের হুমকির কথা জানিয়েছিলেন নেপাল। তিনি বলছেন, আমার স্বামী নেশা করত। সে কারণেই ছেলেমেয়েদের নিয়ে অন্যত্র থাকি। তবে ওকে যে খুনের হুমকি দিয়েছে কেউ, তা বলেছিল।
এদিকে এদিন যখন ঘর থেকে নেপালের দেহ উদ্ধার করা হয় সেই সময় তাঁর গলায় ছিল মশারি, মুখে চাপা দেওয়া বালিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মশারি, বালিশ দিয়েই কেউ বা কারা তাঁকে খুন করে ফেলে রেখে গিয়েছে। ইতিমধ্য়েই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের সদস্যদের পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার লোকজনকেও।