Congress: এখনও মাটির নীচেই সৌভিক-জয়দেব, ১৩ দিনের মাথায় আরামবাগে প্রদেশ কংগ্রেস নেতারা

Tanmoy Bairagi | Edited By: জয়দীপ দাস

Nov 24, 2023 | 6:10 PM

Congress: আটকে থাকার ১৩ দিনের মাথায় দুই পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গেলেন কংগ্রেসের রাজ্য নেতা প্রীতম ঘোষ, আশুতোষ চট্টোপাধ্যায়-সহ একাধিক নেতৃত্ব। এদিন তাঁরা গ্রামে আসতেই রীতিমতো ভিড় জমে যায় এলাকায়।

Congress: এখনও মাটির নীচেই সৌভিক-জয়দেব, ১৩ দিনের মাথায় আরামবাগে প্রদেশ কংগ্রেস নেতারা
আরামবাগে কংগ্রেস নেতারা
Image Credit source: TV-9 Bangla

Follow Us

আরামবাগ: রুদ্ধশ্বাস উদ্ধারকাজের ছবি প্রতিনিয়ত টিভিতে দেখছে দেশবাসী। তারপরেও উদ্বেগ যেন কিছুতেই কমছে না। আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছতে এখনও সময় লাগবে ১২ থেকে ১৫ ঘণ্টা। এদিন দুপুরেই জানা গিয়েছে এমনটা। এদিকে উত্তরাখণ্ডের সুড়ঙ্গে যে সমস্ত শ্রমিকরা আটকে রয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন আরামবাগের দুই যুবক সৌভিক পাখিরা ও জয়দেব প্রামাণিক। উৎকণ্ঠায় দিন কাটছে দুই পরিবারের সদস্যদেরই। আটকে থাকার ১৩ দিনের মাথায় দুই পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গেলেন কংগ্রেসের রাজ্য নেতা প্রীতম ঘোষ, আশুতোষ চট্টোপাধ্যায়-সহ একাধিক নেতৃত্ব। এদিন তাঁরা গ্রামে আসতেই রীতিমতো ভিড় জমে যায় এলাকায়। 

সূত্রের খবর, এদিন এলাকায় এসেই প্রথমে কংগ্রেস নেতারা সোজা চলে যান হরিণাখালিতে। সেখানেই রয়েছে সৌভিকের বাড়ি। দেখা করেন সৌভিকের মা লক্ষ্মী দেবী ও বাবা অসিত পাখিরার সঙ্গে। এরপরই তাঁরা সোজা চলে যান নিমডিঙ্গিতে। সেখানেই বাড়ি জয়দেব প্রামাণিকের। সেখানে গিয়ে দেখা করেন জয়দেবের বাবা  তাপস প্রামাণিক ও মা তপতী দেবীর সঙ্গে। বর্তমানে শারীরিকভাবে বেশ অসুস্থ রয়েছেন তপতী দেবী। তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন কংগ্রেস নেতারা। 

অন্যদিকে ঘটনার ১৩ দিন পরও এখনও আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করা সম্ভব না হওয়ায় তা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় কংগ্রেস নেতাদের। উদ্ধারকারী দলের কাজ নিয়ে উৎকণ্ঠা দেখা যায় প্রদেশ কংগ্রেসের নেতাদের মুখে। সৌভিক, জয়দেবের পরিবারের সামনেই তা নিয়ে উদ্বেগও প্রকাশ করেন তাঁরা।

Next Article