হুগলি: পরীক্ষা দিয়ে ফিরে পুকুরে নেমেছিল স্নান করতে। সেই স্নান করতে নামাই কাল হল। জলে ডুবে মৃত্যু হল দুই স্কুল পড়ুয়ার। কোন্নগরের কানাইপুরের ঘটনা। ছাত্র সায়ন নাথ ও উজান ঘোষ কোন্নগর নবগ্রাম বিদ্যাপীঠের সপ্তম শ্রেণির ছাত্র। শুক্রবার ছিল তাদের ইতিহাস পরীক্ষা। পরীক্ষা দিয়ে বেরিয়ে কয়েকজন বন্ধু মিলে ঠিক করে পুকুরে স্নান করবে। স্নান করে বাড়ি ফিরবে তারা।
এলাকার লোকজনের কথায়, সকলে মিলেই পুকুরে নেমেছিল। কিন্তু বাকিরা স্নান সেরে পুকুর থেকে উঠলেও সায়ন ও উজান ওঠেনি। এরপরই হইহই পড়ে যায়। জানা যায়, দু’জন তলিয়ে গিয়েছে। এরপরই তাদের সঙ্গে থাকা পড়ুয়ারাই স্থানীয় বাসিন্দাদের খবর দেয়।
পরে দুই ছাত্রকে উদ্ধার করে কানাইপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, কোমরে থার্মোকল বেঁধে পুকুরে স্নান করছিল ছাত্ররা। স্কুলের প্রধান শিক্ষিকা সোমা চৌধুরী জানান, এদিন পরীক্ষা শেষ হওয়ার পর ওরা পুকুরে স্নান করতে নামে। স্কুল থেকে কিছুটা দূরে ওই পুকুর।
দুপুর তখন পৌনে একটা হবে। স্কুলে খবর যায়, দুই ছাত্র ডুবে গিয়েছে। ছুটে গিয়ে দেখেন স্থানীয় লোকজন উদ্ধারকাজে নেমেছেন। তল্লাশি শুরু মিনিট পাঁচেকের মধ্যে একজনকে উদ্ধার করা হয়। তবে দ্বিতীয়জনকে উদ্ধার করতে কিছুটা সময় লাগে। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। কাঁদছেন মা। সন্তানকে তৈরি করে স্কুলে পাঠালেন। ফিরছে দেহ। সাঁতার না জানার কারণে এই ঘটনা বলে মনে করা হচ্ছে।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)