AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India’s Top 3 Police Station: শাহি মন্ত্রকের বাছাই করা ভারতসেরা থানার তালিকায় উঠে এল শ্রীরামপুর থানা

Hooghly: প্রতি বছরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই সমীক্ষা চালানো হয়। এবারও করা হয়েছিল। এই সাফল্যের জন্য শ্রীরামপুর থানাকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৫ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে পুরষ্কার তুলে দেবেন সংশ্লিষ্ট অফিসারের হাতে।

India's Top 3 Police Station: শাহি মন্ত্রকের বাছাই করা ভারতসেরা থানার তালিকায় উঠে এল শ্রীরামপুর থানা
শ্রীরামপুর থানা
| Edited By: | Updated on: Dec 22, 2023 | 11:56 AM
Share

শ্রীরামপুর: বর্ষ শেষে দেশের সেরা থানাগুলিকে বেছে নিয়েছে কেন্দ্র। অমিত শাহর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বাছাই করা সেই থানাগুলির তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের একটি থানাও। ২০২৩ সালে দেশের সেরা থানাগুলির তালিকায় প্রথম তিনের মধ্যেই রয়েছে শ্রীরামপুর থানা। রাজ্যের একমাত্র থানা হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বাছাই করা এ বছরের তালিকায় জায়গা করে নিয়েছে চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত এই থানা। প্রতি বছরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই সমীক্ষা চালানো হয়। এবারও করা হয়েছিল। এই সাফল্যের জন্য শ্রীরামপুর থানাকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৫ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে পুরষ্কার তুলে দেবেন সংশ্লিষ্ট অফিসারের হাতে।

বর্তমানে শ্রীরামপুর থানার আইসি হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন দিব্যেন্দু দাস। ২০১৯ সাল থেকে তিনি এই থানার দায়িত্বে রয়েছেন। ২০১৯ সালের ফেব্রুয়ারি শ্রীরামপুর থানার দায়িত্বে আসেন তিনি। প্রায় চার বছর ধরে থানাকে অন্য চেহারায় নিয়ে গিয়েছেন। আজ কেন্দ্রীয় সরকারের এই স্বীকৃতি তারই ফল বলে মনে করছে পুলিশ মহল। দিব্যেন্দু দাস জানিয়েছেন, গত সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল এসেছিল। আদর্শ থানার স্বীকৃতি পেতে যে মাপকাঠি থাকে তা পূরণ করা হয়েছে। পাশাপাশি শ্রীরামপুরের মতো মফস্বল শহরের হেরিটেজ মূল্য তুলে ধরা হয়েছে প্রতিনিধি দলের কাছে। আগামী ৫ জানুয়ারি তিনি জয়পুরে যাবেন এই পুরস্কার নিতে।

চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি বলেন, বেশ কিছুদিন আগেই এই সমীক্ষা করা হয়েছিল সংস্থার তরফে। তাদের সমীক্ষায় বেশ কয়েকটি নিয়মের কথাও বলা হয়েছিল। তার মধ্যে ছিল জনগণকে পরিষেবা দেওয়া, মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক, থানা চত্বর কতটা পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে এমন বেশ কিছু মাপকাঠি। পাশাপাশি কতটা উন্নত পরিষেবার মাধ্যমে জনগণের কাছাকাছি পৌঁছে যেতে পেরেছে পুলিশ, তাও এই সমীক্ষার অংশ ছিল। দেশের তিনটি সেরা থানার মধ্যে শ্রীরামপুর থানা জায়গা করে নেওয়ার খুশি চন্দননগর পুলিশ কমিশনারেট। পুলিশ কমিশনার জানান, এই স্বীকৃতি অন্য থানাগুলিকে আরও ভালও পরিষেবা দিতে উৎসাহ দেবে। এটি চন্দননগর পুলিশ-সহ গোটা রাজ্যের পুলিশের কাছে গর্বের ব্যাপার।