হুগলি: তৃণমূলের (TMC) পতাকা ছেঁড়া এবং দেওয়াল লিখনে কালি লেপে দেওয়ায় উত্তেজনা ছড়াল হুগলি (Hooghly) তারকেশ্বরে (Tarakeswar)। রামনগর পঞ্চায়েতের ট্যাগরা এবং বালিগরি এক নম্বর পঞ্চায়েতের জয়নগর গ্রামে উত্তেজনা ছড়ায়।
তৃণমূলের অভিযোগ, এলাকায় অশান্তি ছাড়াতে এই ঘটনা ঘটিয়েছে বিজেপির দুষ্কৃতীরা। সোমবার রাতে এক দল দুষ্কৃতী রামনগর পঞ্চায়েত এবং বালিগরি পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ব্যানার ছিঁড়ে ফেলে দেয়। শুধু তাই নয়, দলীয় পতাকা ছিঁড়ে কোথাও পুকুরে কোথাও আবার রাস্তায় ফেলে দেয়। মঙ্গলবার সকালে এ সব দেখতে পেয়েই ক্ষিপ্ত হয়ে যান তৃণমূল কর্মীরা।
আরও পড়ুন: ব্যাক টু ব্যাক প্রচারে আজ বঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী, ‘ভাইপো’র ডায়মন্ড হারবারেও শাহি-সভা
এলাকার একাধিক দেওয়ালে তৃণমূলের প্রতীক চিহ্নের ওপরে কালি লেপে দেওয়া হয় বলেও অভিযোগ। এই ঘটনায় এলাকায় চাপ উত্তেজনা সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যদিও বিজেপির মন্ডল সভাপতি সিতানাথ মান্না তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, এর সঙ্গে বিজেপির কোনও কর্মী যুক্ত নেই।