Chanditala Assembly Election Result 2021 Live Update in Bengali: চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রে বিজেপি (BJP) ও তৃণমূলের (TMC) ব্যাপক লড়াই, লাইভ আপডেটস

সৈকত দাস | Edited By: রণজিৎ দে

May 02, 2021 | 10:38 PM

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৃণমূল ও নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বাধীন বিজেপি, দুই দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চণ্ডীতলা আসন। আবার সিপিএমের হেভিওয়েট প্রার্থীও আলাদা করে ভোট টানতে পারেন।

Chanditala Assembly Election Result 2021 Live Update in Bengali: চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রে বিজেপি (BJP) ও তৃণমূলের (TMC) ব্যাপক লড়াই, লাইভ আপডেটস
গ্রাফিক্স- টিভি নাইন বাংলা

Follow Us

বাংলার ২৯৪ কেন্দ্রে ভোট পর্ব শেষ। এ বার ফলাফলের দিকে তাকিয়ে সকলে। পশ্চিমবঙ্গের (West Bengal) হুগলি (Hooghly) জেলায় চণ্ডীতলা বিধানসভা কেন্দ্র (Chanditala Assembly Seat)। একুশের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) তৃণমূল (TMC) প্রার্থী করেছে স্বাতী খান্দেকরকে। বিজেপি (BJP) টিকিট দিয়েছে তারকা প্রার্থী যশ দাশগুপ্তকে। অন্য দিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে এই কেন্দ্রে দাঁড়াচ্ছেন সিপিআইএমের প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম। ২০২১-এর বিধানসভা নির্বাচনে ৮ দফায় ভোট হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৃণমূল ও নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বাধীন বিজেপি, দুই দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চণ্ডীতলা আসন। আবার সিপিএমের হেভিওয়েট প্রার্থীও আলাদা করে ভোট টানতে পারেন। তো কেমন ছিল গত বিধানসভা ভোটে এই কেন্দ্রের ফলাফল?

এক নজরে দেখে নেওয়া যাক চণ্ডীতলার আপডেট:

বিজেপি প্রার্থী দেবাশিস দাশগুপ্ত (যশ দাশগুপ্তর) প্রাপ্ত ভোট ৬১৭৭১

তৃণমূল প্রার্থী স্বাতী খান্ডোকরের প্রাপ্ত ভোট ১০৩১১৮

সংযুক্ত মোর্চার প্রার্থী মহম্মদ সেলিমের প্রাপ্ত ভোট ৩৭১৬১

২০১৬ সালের বিধানসভা ভোটের ফলাফল:

হুগলির চণ্ডীতলা কেন্দ্রে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে জয় পায় তৃণমূল। স্বাতী খোন্দকার তাঁর নিকতটম প্রতিদ্বন্দ্বী সিপিএমের আজিম আলি মোল্লাকে ১৪ হাজার ১৭৬ ভোটের ব্যবধানে পরাজিত করেন। এই কেন্দ্রে তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল ৯১ হাজার ৮৭৪। গত বিধানসভা ভোটে চণ্ডীতলা কেন্দ্রে তৃতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী পেয়েছিলেন ১২ হাজার ৮৪৩ ভোট। ২০১১ সালের বিধানসভা নির্বাচনেও তৃণমূল প্রার্থী স্বাতী খোন্দকার তাঁর নিকতটম প্রতিদ্বন্দ্বী সিপিএমের আজিম আলি মোল্লাকে ১৬ হাজার ৮৭৫ ভোটে হারিয়েছিলেন।

মোট ভোটার সংখ্যা:

২০১৬ সালের বিধানসভা ভোটে চণ্ডীতলা কেন্দ্রে মোট ভোটার ছিলেন ২৪০৩৪৩। এর মধ্যে ভোটদান করেন ১,৯০,৩২৪ জন। শতাংশের বিচারে ৭৯%। সেবার ভোটগ্রহণের জন্য মোট ২৮৯টি বুথ ছিল।

১৯৬২ সালে প্রথম চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রে ভোট হয়। জয়লাভ করেন কংগ্রেস প্রার্থী। পরবর্তীতে সিপিএমের আধিপত্য ছিল এই কেন্দ্রে। টানা চারটি বিধানসভা ভোটে তারা জয় পায়। তবে ২০১১ সালের বিধানসভা ভোটে প্রথমবার এই কেন্দ্রে জয়ের স্বাদ পায় ঘাসফুল শিবির। টানা দু’বার জয় পাওয়া স্বাতী খোন্দকারও এবারেও তৃণমূলের প্রার্থী।

শেষ নির্বাচনের ফলাফল:

বর্তমান বিধায়ক: স্বাতী খোন্দকার

মোট ভোট: ৯১,৮৭৪

মোট ভোটার: ২,৪০,৩৮৩

ভোটদান: ৭৯.১৮ শতাংশ

মোট প্রার্থী: ৬

Next Article