হুগলি: তৃণমূল বিধায়কের এলাকায় গিয়ে নাম করে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির বক্তব্য, তাঁর ছেলেদের আটকালে ‘কাছা খুলে’ নেবেন চুঁচুড়ার তৃণমূল বিধায়কের। পাল্টা তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের কটাক্ষ, “আমি ধুতি পরি না। পায়জামা পাঞ্জাবী কিংবা শার্ট প্যান্ট পরি। কে কার কাছা খুলবে তা সময়ই বলবে। এসব জোকারি কথাবার্তা বলে প্রচারে থাকার চেষ্টা।” গত ৫ অগস্ট খাদিনা মোড়ে বিজেপির একটি মিছিল ছিল। সেই মিছিল আটকানোর অভিযোগ ওঠে বিধায়ক অসিত মজুমদার ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। পাল্টা বিধায়কের অভিযোগ ছিল, তাঁর গাড়ি আটকে হেনস্থা করা হয়। এর পর থেকে বিভিন্ন সভায় খোঁচা, পাল্টা খোঁচা চলছেই।
রবিবার চুঁচুড়ায় একটি দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, “অসিতবাবুর খুব রাগ। আরে অসিতবাবু আপনিও তো লাইনে আছেন। আমি বলিনি, আপনার দিদি বলেছেন। আপনার দিদি বলেছেন, ‘একা খাচ্ছ?’। স্টেডিয়ামের টাকা পুরো হজম করে দিয়েছেন। দিদি মাইকে বলছেন, আমি বললে দোষ? আমার কর্মীরা বললে দোষ। তাঁদের মারতে আসবেন? বাহুবলী নাকি? বয়স হয়েছে হাঁটতে চলতে পার না। ঠেলে দিলে উঠতে পারবে না, আমার ছেলেদের মারছ? নেহাত এমএলএ বলে কিছু করেনি। দু’ চারটে চ্যাংড়া ছেলে যদি কাছাটা খুলে দিত কী হত? আমি বলে যাচ্ছি, যদি দ্বিতীয়বার গাড়ি থেকে নেমেছে ওই মালটা কাছা খুলে দেবে। বাকি আমি দেখে নেব। একজন বলছে, জুতো দিয়ে কী বানাবে, একজন বলছে বদলা নেব। তোমাদের সব দেওয়া নেওয়ার দিন শেষ হয়ে গেছে। এবার পাবলিক সব হিসাব বুঝিয়ে দেবে, কার পিঠে জুতোর ছাপ, কার মাথায় ডাণ্ডা?”
যদিও দিলীপ ঘোষের বক্তব্যের পাল্টা অসিত মজুমদার বলেন, “দিলীপবাবু জানেন না, আমি ধুতি পরি না। পায়জামা পাঞ্জাবি পরি, নয়ত প্যান্ট জামা পরি। কাছাটা কার খুলবে সেটা তো দেখতে হবে। অন্যের কাছা খুলতে গেলে নিজের কাছাটা দেখতে হয়। এসব জোকারি কথাবার্তা মানুষ অনেক শুনেছে। আপনাকে তো বিজেপিতে কেউ পোছেও না। ২০২৪ সালে মেদিনীপুরে দুই লক্ষ ভোটে হারবেন অপেক্ষা করুন।”