হুগলি: শুক্রবার প্রেসিডেন্সি জেলে ঢোকার সময় পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) চোখে মুখে হতাশার ছাপ ছিল স্পষ্ট। সূত্রের খবর, তিনি নাকি সংশোধনাগারে ঢোকার মুখে বলেছিলেন, ‘এ জীবনে আর কী আছে?’। কেউ পাশে নেই, সম্প্রতি এ আক্ষেপও নাকি করেন পার্থ। শনিবার তারকেশ্বর মন্দিরে পুজো দিতে গিয়ে এ বক্তব্যের পাল্টা মদন মিত্রকে বলতে শোনা গেল, ‘কোনও কোনও সময় একাই থাকতে হয়। একা চলা শিখতে হয়।’
শ্রাবণ মাসের শনিবার সপরিবারে তারকেশ্বরে পুজো দিতে গিয়েছিলেন মদন মিত্র। সেখানে গিয়ে মদন বলেন, “পৃথিবীর সবোর্চ্চ শক্তিমান ভগবান শিব। ভগবানের দরজায় এসেছি, যারা পাপীতাপী তারা পাপের প্রায়শ্চিত্ত করুক, যারা পাপী নয় তাদের যেন হয়রানি না হয়। আর অতিমারি থেকে সকলকে রক্ষা করুন বাবা মহাদেব।”
#WatchNow: পার্থ চট্টোপাধ্যায়ের একাকীত্বের আক্ষেপের প্রসঙ্গে মুখ খুললেন মদন মিত্র। একা চলতে শেখাটা একটা আর্ট, সময়ই শিখেয়ে দেয় একা চলার সময় কীভাবে লড়তে হয়, মন্তব্য কামারহাটির বিধায়কের।
WATCH LIVE: https://t.co/sYADjKzku3@madanmitraoff | #ParthaChatterjee pic.twitter.com/83tnnSO932
— TV9 Bangla (@Tv9_Bangla) August 6, 2022
এরপরই পার্থ-প্রসঙ্গ উঠতেই মদন মিত্র বলেন, “জীবনের কিছুটা সময় একাই চলতে হয়। একা চলতে শেখাটা একটা আর্ট। যখন সময় তোমায় শিখিয়ে দেবে, একা চলার সময় কীভাবে লড়তে হয়।” একইসঙ্গে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বক্তব্যও করতে শোনা যায় এদিন মদনকে। তিনি বলেন, এই ঘটনায় সত্যের শেষ এমন জায়গায় গিয়ে পৌঁছবে, ভারতবাসী বিভ্রান্ত হয়ে যাবেন কী শুনেছি, কী হল, কেয়া হুয়া, ক্যায়সে হুয়া, কব হুয়া, কিউ হুয়া…। পার্থ চট্টোপাধ্যায়ের একটা শারীরিক অসুবিধা তো আছেই। তবে এই ব্যাপারে তো আমাদের মন্তব্য করার কোনও জায়গা নেই। সমস্তটাই বিচারসাপেক্ষ। দলের বক্তব্যও দল জানিয়ে দিয়েছে। তবে যেটা পার্থ বলছেন, ষড়যন্ত্র আছে, এটা বারবার বললে মানুষের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে। কী ষড়যন্ত্র আছে, সেটা বলে দিন।”