তারকেশ্বর: ভোটে জিতেছেন তিনি। শাসকদলের প্রার্থীকে হারিয়েছেন ২৫ ভোটে। তারপরও কান্নায় ভেঙে পড়লেন সিপিএম প্রার্থী। তারকেশ্বরের তালপুর পঞ্চায়েতের সিপিএম প্রার্থী বাসুদেব সিংহ TV9 বাংলার ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়লেন। তাঁর অভিযোগ,তিনি জিতে গিয়েছেন। এটা ঘোষিত হয়ে গিয়েছে। তারপরও তাঁকে গণনাকেন্দ্রে আটকে রাখা হয়েছে।
সিপিএম প্রার্থী বলেন, “আমি জিতেছি। এত ছাপ্পা পড়েছে, তারপরও আমি জিতেছি। মানুষ আমার সঙ্গে রয়েছে। ওরা রাগে বলছে, আমার বাড়ি জ্বালিয়ে দেবে। আমাকে ধমকাচ্ছে। বলছে মেরে দেবে।” তাঁর আরও বড় অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা তাঁকে দিয়ে একটি মুচলেকাতে সই করিয়ে নিতে চেয়েছিলেন। তাঁর কথায়, “তৃণমূলের লোকেরা বলছে কাগজে সই কর, নাহলে ঘর থেকে বেরোতে দেব না।”
সিপিএম প্রার্থীর বক্তব্য, ঘরে তাঁর স্ত্রী-বদ্ধ মা রয়েছেন। তিনি জিতেছেন বলে তাঁর বাড়িতে হামলার আশঙ্কা করছেন তিনি। সারা বাংলাতে এহেন একাধিক দৃশ্য সামনে এসেছে। কেউ পরাজিত হয়ে হামলার ভয়ে কেঁদেছেন, কেউ আবার জিতেও। বিরোধীদের একাংশ হামলার ভয় পাচ্ছেন।
কোচবিহারের ভেটাগুড়িতেও এক বিজেপি প্রার্থী হেরে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের পায়ে পড়ে কেঁদেছেন। তাঁর আশঙ্কা, এই পর্ব মিটতেই তাঁর বাড়িতে হামলা হবে। যদিও তিনি নেতৃত্বের তরফে নিরাপত্তার আশ্বাস পেয়েছেন।