আরামবাগ: কখনও রাস্তা সারাই হয়নি, কখনও বা বেহাল রাস্তার অভিযোগ। বার-বার এলাকাবাসী কাঠগড়ায় তোলে স্থানীয় প্রশাসনকেই। এরপর গোঘাট আসেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার। সরকারি অনুষ্ঠান থেকে বিডিওকে তোপ দেগে বলেন, ‘উন্নয়নের টাকা কেন পড়ে রয়েছে? কেন কাজ করানো হয়নি?’
অপরূপা বলেন, ‘কেন নির্দিষ্ট কারুর এলাকায় কাজ করাচ্ছেন না। আগামী ১৫ দিনের মধ্যে সত্বর পড়ে থাকা কাজগুলি করান। কারণ আমাদের মুখ্যমন্ত্রী অনেক কষ্ট করে উন্নয়নের টাকা দিয়ে পাঠাচ্ছেন। আর আপনারা কাজ না করে ফেলে রেখেছেন। গোটা গোঘাট ১ ব্লক জুড়ে অনেক জায়গায় রাস্তার কাজ হয়নি। আগে সেগুলো করান। রাস্তার কাজ না করে কে আপনাকে লাইটের কাজ ধরতে বলেছে? আমি কোনও কথাই শুনবো না। আগে পড়ে থাকা উন্নয়নের টাকায় কাজ করান।’
গোঘাটে রাখী বন্ধন উৎসবে এসে অত্যন্ত কড়া ভাষায় গোঘাট ১ নং বিডিও সুরশ্রী পালকে এমন ভাষাতেই ধমক দেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে অপরূপা পোদ্দার ছাত্র-ছাত্রীদের সঙ্গে রাখী বন্ধন উৎসবে মাতোয়ারা হন। ছাত্র-ছাত্রীদের সঙ্গে সেলফিও তোলেন সাংসদ। এছাড়াও এলাকার অগণিত মানুষের সঙ্গে তিনি এই উৎসব পালন করেন।
এরপরেই তিনি খবর পান এলাকায় বহু কাজ হয়নি। অথচ সেই সব কাজের টাকা পড়ে রয়েছে। আর তাতেই মেজাজ হারান সাংসদ অপরূপা পোদ্দার। আর তাই তিনি বিডিওকে কড়া ভাষায় ধমক দিয়ে কাজ করার নির্দেশ দেন এবং তার জন্য নির্দিষ্ট সময় সীমা বেঁধেও দেন। যদিও, এরপর বিডিয়ো সুরশ্রী পালের কোনও প্রতিক্রিয়া মেলেনি।