Arambag Deadbody Recover: অদ্ভুত অবস্থায় রয়েছেন মহিলা, খালধারে যেতেই চমকে উঠলেন স্থানীয় বাসিন্দারা

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 01, 2022 | 11:29 AM

West Bengal: সোমবার সকালের ঘটনা। আরামবাগ ১০ নম্বর ওয়ার্ডের বাদলকোনা এলাকার একটি খালের পাশ থেকে ওই মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে।

Arambag Deadbody Recover: অদ্ভুত অবস্থায় রয়েছেন মহিলা, খালধারে যেতেই চমকে উঠলেন স্থানীয় বাসিন্দারা
ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা (নিজস্ব ছবি)

Follow Us

আরামবাগ: রাস্তার ধারে খালের পাড়ে পড়েছিল পচা দেহ। দুর্গন্ধ ছড়াচ্ছিল। তারপর কাছে যেতেই বোঝা গেল আসল ঘটনা। অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে গিয়েছে।

সোমবার সকালের ঘটনা। আরামবাগ ১০ নম্বর ওয়ার্ডের বাদলকোনা এলাকার একটি খালের পাশ থেকে ওই মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে। ফলে প্রত্যক্ষদর্শীদের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে কে ওই মহিলা? কীভাবে এল তাঁর মৃতদেহ? আদৌ কি খুন করা হয়েছে? নাকি আত্মহত্যা? এই নিয়েই শুরু হয়েছে গুঞ্জন।

হুগলির আরামবাগ মহকুমার ঘটনা। সেখানে মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র গুঞ্জন ছড়িয়ে পড়ে এলাকায়। এ দিন, সকালে স্থানীয় বাসিন্দারাই দেখতে পান এক মহিলার দেহ পড়ে রয়েছে। কিন্তু কীভাবে তার দেহ এখানে এল নিয়েই শোরগোল এলাকায়। মহিলার এখনও পর্যন্ত কোনও পরিচয় পাওয়া যায়নি। মহিলার রহস্যজনক এই মৃত্যু ঘিরে বহু মানুষ এলাকায় হাজির হয়ে যান। পরে খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ আসে। তার দেহ উদ্ধার করে নিয়ে যায়।

এই বিষয়ে প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমরা সকালবেলা আশপাশ দিয়ে যাচ্ছিলাম। সেই সময় পচা দুর্গন্ধ পাই। এগিয়ে যাই আমরা। তারপর গিয়ে দেখি এক মহিলার দেহ পড়ে রয়েছে খালধারে। বুঝে উঠতে পারিনি। পরে পুলিশ আসে। এসে উদ্ধার করে নিয়ে চলে যায়।’

 

Next Article