হাওড়া: অন্যান্য দিনেজ মতোই কাজে এসেছিলেন শ্রমিকরা। কিন্তু এসে দেখলেন পাটকলে ঝলছে তালা। সঙ্গে বড় করে নোটিশ। সাসপেনশন অফ ওয়ার্ক নোটিশ। ফের বন্ধ হাওড়া জুটমিল। কী করে সংসার চলবে সেই কথা ভেবেই মাথায় হাত পড়েছে তাদের।
সকাল হতেই অন্যান্য দিনের মতো জুট মিলের শ্রমিকরা মিলে আসতেই দেখেন বন্ধ। শিবপুরের হাওড়া জুটমিল দ্রুত খোলার দাবিতে মিলের গেটের সামনে বিক্ষোভ দেখালেন তারা। শনিবার সকালে তাদের এই বিক্ষোভে সামিল হন ২১ টি ট্রেড ইউনিয়নের সংগঠনও। মিলের শ্রমিক কর্মচারীরা জানালেন, গত শুক্রবার থেকে মিল বন্ধ ছিল। এরপর এদিন সকালে মিলের গেটে হঠাৎ করেই নোটিশ। পর্যাপ্ত বিদ্যুৎ না থাকার অজুহাতে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। ফলত হতাশা এবং ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা।
বাম শ্রমিক সংগঠন সিটু’র পক্ষ থেকে এদিন বিক্ষোভে বেঙ্গল চটকল মজদুর ইউনিয়নের হাওড়া মিল ব্রাঞ্চের সম্পাদক জানিয়েছেন যে, দ্রুত মিল খোলার পাশাপাশি শ্রমিকদের ও কর্মচারীদের প্রাপ্য সাপ্তাহিক বেতন দ্রুত দিতে হবে। এছাড়াও তিনি জানান, অযথা নানান অজুহাতে বারংবার মাসের পর মাস জুটমিল বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়েছেন মিলের প্রায় ২৪০০ কর্মী।
প্রসঙ্গত এর আগেও ২০১৯ প্রায় এগারো মাস বন্ধ ছিল জুটমিল । এরপর ২০২০ সালের মে মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বন্ধ ছিল এই মিল। কখনো কাঁচামালের অভাবের সমস্যা দেখিয়ে আবার কখনো বা অপেক্ষাকৃত উৎপাদনের হ্রাস প্রভৃতি নানান ইস্যুতে একের পর এক সাসপেনশন অফ ওয়ার্ক এর নোটিশ লাগিয়ে বন্ধ করা হয়েছিল হাওড়া জুট মিল। এদিন আবার মিলের গেটে তালা পড়াতে ক্ষোভে ফেটে পড়েন মিলের শ্রমিক থেকে শুরু করে ট্রেড ইউনিয়নগুলিও। তারা চাইছেন দ্রুত এই সমস্যার সমাধান করে জুটমিল খুলুন কর্তৃপক্ষ। পাশাপাশি শ্রমিকদের বকেয়া প্রভিডেন্ট ফান্ড,গ্রাচুয়িটি সহ ইত্যাদি বকেয়ার সমস্যারও দ্রুত সমাধান হোক। যদিও জুটমিল খোলার বিষয়ে কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
হাওড়া: অন্যান্য দিনেজ মতোই কাজে এসেছিলেন শ্রমিকরা। কিন্তু এসে দেখলেন পাটকলে ঝলছে তালা। সঙ্গে বড় করে নোটিশ। সাসপেনশন অফ ওয়ার্ক নোটিশ। ফের বন্ধ হাওড়া জুটমিল। কী করে সংসার চলবে সেই কথা ভেবেই মাথায় হাত পড়েছে তাদের।
সকাল হতেই অন্যান্য দিনের মতো জুট মিলের শ্রমিকরা মিলে আসতেই দেখেন বন্ধ। শিবপুরের হাওড়া জুটমিল দ্রুত খোলার দাবিতে মিলের গেটের সামনে বিক্ষোভ দেখালেন তারা। শনিবার সকালে তাদের এই বিক্ষোভে সামিল হন ২১ টি ট্রেড ইউনিয়নের সংগঠনও। মিলের শ্রমিক কর্মচারীরা জানালেন, গত শুক্রবার থেকে মিল বন্ধ ছিল। এরপর এদিন সকালে মিলের গেটে হঠাৎ করেই নোটিশ। পর্যাপ্ত বিদ্যুৎ না থাকার অজুহাতে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। ফলত হতাশা এবং ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা।
বাম শ্রমিক সংগঠন সিটু’র পক্ষ থেকে এদিন বিক্ষোভে বেঙ্গল চটকল মজদুর ইউনিয়নের হাওড়া মিল ব্রাঞ্চের সম্পাদক জানিয়েছেন যে, দ্রুত মিল খোলার পাশাপাশি শ্রমিকদের ও কর্মচারীদের প্রাপ্য সাপ্তাহিক বেতন দ্রুত দিতে হবে। এছাড়াও তিনি জানান, অযথা নানান অজুহাতে বারংবার মাসের পর মাস জুটমিল বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়েছেন মিলের প্রায় ২৪০০ কর্মী।
প্রসঙ্গত এর আগেও ২০১৯ প্রায় এগারো মাস বন্ধ ছিল জুটমিল । এরপর ২০২০ সালের মে মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বন্ধ ছিল এই মিল। কখনো কাঁচামালের অভাবের সমস্যা দেখিয়ে আবার কখনো বা অপেক্ষাকৃত উৎপাদনের হ্রাস প্রভৃতি নানান ইস্যুতে একের পর এক সাসপেনশন অফ ওয়ার্ক এর নোটিশ লাগিয়ে বন্ধ করা হয়েছিল হাওড়া জুট মিল। এদিন আবার মিলের গেটে তালা পড়াতে ক্ষোভে ফেটে পড়েন মিলের শ্রমিক থেকে শুরু করে ট্রেড ইউনিয়নগুলিও। তারা চাইছেন দ্রুত এই সমস্যার সমাধান করে জুটমিল খুলুন কর্তৃপক্ষ। পাশাপাশি শ্রমিকদের বকেয়া প্রভিডেন্ট ফান্ড,গ্রাচুয়িটি সহ ইত্যাদি বকেয়ার সমস্যারও দ্রুত সমাধান হোক। যদিও জুটমিল খোলার বিষয়ে কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি।