হাওড়া: মায়ের কাছে টাকা চেয়েছিলেন। অভিযোগ, দাবি মতো টাকা না পাওয়ায় মাকে খুনের চেষ্টা করেন ছেলে। লিলুয়া থানার বি রোড ধোপাগলিতে রবিবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়। ইতিমধ্যেই অভিযুক্ত ছেলেকে গ্রেফতারও করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এলাকার বাসিন্দা অভিজিৎ সিং ওরফে বান্টার সঙ্গে প্রায়শই তাঁর মায়ের ঝামেলা হতো। মূলত টাকা পয়সা নিয়েই মা ছেলের ঝামেলা বলে সূত্রের দাবি। এলাকার লোকজনের অভিযোগ, মদ খাওয়ার টাকা চেয়ে নিয়মিত মায়ের সঙ্গে অশান্তি করেন বান্টা। এদিনও মায়ের কাছে মদ খাওয়ার জন্যই টাকা চান বলে অভিযোগ। মা তাতে রাজি না হওয়ায় শুরু হয় ঝামেলা।
অভিযোগ, এরপরই বাইরে থেকে মদ খেয়ে এসে কবিতা সিংকে ধারাল অস্ত্রের আঘাত করেন বান্টা। মায়ের গলায় ছুরি মেরে খুনের চেষ্টা করেন বলেও অভিযোগ। ঘরের মধ্যেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন কবিতা। তাঁর চিৎকারেই প্রতিবেশীরা ঘটনাস্থলে আসেন। এমন দৃশ্যে আঁতকে ওঠেন তাঁরা।
এরপর একটি টোটোয় চাপিয়ে কবিতাকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় সেখানেই চিকিৎসাধীন তিনি। ততক্ষণে লিলুয়া থানায় খবর পৌঁছয়। অভিজিৎ সিং ওরফে বান্টাকে গ্রেফতার করে পুলিশ। খুনের চেষ্টার অভিযোগে তদন্ত চলছে। পুলিশ সূত্রে খবর, ঘর থেকে একটি রক্তমাখা ছুরিও উদ্ধার করেছে পুলিশ। সোমবারই হাওড়া আদালতে তোলা হবে ধৃতকে।