হাওড়া: ভরসন্ধ্যায় প্রকাশ্যে সালকিয়ার একটি খাবারের হোটেলে হকি স্টিক ও ধারালো অস্ত্র নিয়ে ঢুকে তান্ডব চালালো একদল যুবক। খাবার হোটেলটিতে ভাঙচুর করার পাশাপাশি ওই হোটেলের কর্মচারীদের মারধর করা হল। এমনকী হোটেলের ক্যাশ বাক্স থেকে প্রায় হাজার দশেক টাকা লুঠ করে নিয়ে যাওয়ার অভিযোগও উঠলো ওই যুবকদের বিরুদ্ধে। কিছুক্ষন এই তান্ডব চালানোর পর তারা এলাকা ছেড়ে পালালো।
সোমবার ভরসন্ধ্যায় এমনই ঘটনা ঘটেছে হাওড়ার সালকিয়ার অরবিন্দ রোডে একটি খাবারের হোটেলে। ‘পাঞ্জাবি’ হোটেল নামেই এলাকায় পরিচিত ওই দোকানটি। ঘটনায় তদন্ত শুরু করেছে মালিপাঁচঘড়া থানার পুলিশ। কেন ওইভাবে ওই খাবারের হোটেলে তাণ্ডব চালানো হল, তা তদন্ত করে দেখছে পুলিশ।
হোটেলের মালিক পরমবীর জানিয়েছেন, রবিবার রাতে তাঁর দোকানে যান এক মদ্যপ যুবক। কিছু খাবারও কেনেন তিনি। তবে খাবারের পুরো দাম দেননি ওই ব্যক্তি। দাম চাওয়া হলে বচসা শুরু করেন ওই ব্যক্তি। শুধু তাই নয়, তিনি হুমকি দিয়ে যান, আরও কয়েকজন যুবককে নিয়ে গিয়ে তাণ্ডব চালানো হবে। পরমবীরকে প্রাণে মারার হুমকি পর্যন্ত দেন তিনি। রবিবার রাতে আর কারও দেখা পাওয়া যায়নি দোকানে। এরপর সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ জন ১৫-২০ যুবককে নিয়ে ওই যুবক হাজির হন হোটেলে। শুরু হয় রীতিমতো তাণ্ডব। এমনকী পরমবীরকে নিশানা করে জিনিস পত্র ছুড়তে থাকেন তাঁরা। অভিযোগ, মারধরও করা হয়েছে হোটেলের অন্যান্য কর্মীদের।
ঘটনার পর মালিপাঁচঘড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ ওই যুবকদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা বলছেন, যাঁরা হামলা চালিয়েছেন তাঁরা সালকিয়া বাজার এলাকার বাসিন্দা। তবে ভর সন্ধ্যায় প্রকাশ্যে এভাবে হকি স্টিক নিয়ে তাণ্ডব চালাতে দেখে অনেকেই রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন।