TMC Blood Donation Camp: তৃণমূলের রক্তদান শিবিরে রক্তদাতাদের বিরিয়ানির প্যাকেট, প্রেশার কুকার! বিতর্ক হাওড়ায়

Subrata Banerjee | Edited By: Soumya Saha

Jul 02, 2023 | 7:44 PM

TMC in Howrah: রক্তদানে উৎসাহ দিতে সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মনোজ তিওয়ারিও (Manoj Tiwary)। আর সেই রক্তদান থেকেই নাকি উপহার দেওয়া হচ্ছে প্রেশার কুকার। খাওয়ানো হচ্ছে বিরিয়ানিও। এমনই দাবি করলেন রক্তদাতাদের কেউ কেউ। আর এই নিয়েই শুরু হয়েছে নয়া বিতর্ক।

TMC Blood Donation Camp: তৃণমূলের রক্তদান শিবিরে রক্তদাতাদের বিরিয়ানির প্যাকেট, প্রেশার কুকার! বিতর্ক হাওড়ায়
বিরিয়ানির প্যাকেট দেওয়ার অভিযোগ
Image Credit source: নিজস্ব চিত্র

Follow Us

হাওড়া: তৃণমূল কংগ্রেসের তরফে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। আর সেই রক্তদান শিবির (Blood Donation Camp) থেকেই নাকি রক্তদাতাদের প্রেশার কুকার আর বিরিয়ানির (Biryani) প্যাকেট দেওয়া হচ্ছে। ঘটনাটি ঘটেছে হাওড়ার ক্ষীরোদতলায়। সেখানে বাসস্ট্যান্ডের কাছে রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করেছিল তৃণমূস। রক্তদানে উৎসাহ দিতে সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মনোজ তিওয়ারিও (Manoj Tiwary)। আর সেই রক্তদান থেকেই নাকি উপহার দেওয়া হচ্ছে প্রেশার কুকার। খাওয়ানো হচ্ছে বিরিয়ানিও। এমনই দাবি করলেন রক্তদাতাদের কেউ কেউ। আর এই নিয়েই শুরু হয়েছে নয়া বিতর্ক।

যদিও মন্ত্রী মনোজ তিওয়ারির দাবি, যাঁরা রক্ত দিতে এসেছেন, তাঁরা স্বেচ্ছায় দিতে এসেছেন। রক্তদান করলে উপহার দেওয়া হবে এমন কোনও শর্ত সেখানে উল্লেখ ছিল না। মন্ত্রীর বক্তব্য, তিনি যখন সেখানে উপস্থিত ছিলেন সংবর্ধনা দেওয়ার জন্য, তখন রক্তদাতাদের কারও হাতে কোনও উপহার তিনি দেখেননি। বললেন,’হয়ত কেউ ভালবেসে একটা-দুটো দিয়ে থাকতে পারে, কিন্তু এটা উচিত নয়।’

মনোজ তিওয়ারি উপহার দেওয়ার বিরোধিতা করলেও বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানাতে ছাড়ছে না স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপির হাওড়া সদর সভাপতি মনিমোহন ভট্টাচার্যর বক্তব্য, রক্তদান শিবির থেকে এমন উপহার দেওয়া পুরোপুরি বেআইনি। আর যেখানে মন্ত্রী নিজে উপস্থিত রয়েছে, সেখানে এমন ঘটনা ঘটা কখনও কাম্য নয় বলেই বলেছেন তিনি। তৃণমূলকে খোঁচা দিয়ে বিজেপির বক্তব্য, শাসক দলের থেকে মানুষ মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে। সেই কারণেই এমন কাজকর্ম করে মানুষকে কাছে টানার চেষ্টা চালাচ্ছে শাসক শিবির। আপাতত ভোটের মুখে এই রক্তদান শিবির থেকে বিরিয়ানির প্যাকেট আর প্রেশার কুকার দেওয়ার তত্ত্ব ঘিরেই শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনীতির অন্দরমহলে।

Next Article