West Bengal Panchayat Elections 2023: শৃঙ্খলাভঙ্গের অভিযোগ, হাওড়ায় তৃণমূল থেকে বহিষ্কৃত আরও ২১

Subrata Banerjee | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 03, 2023 | 5:17 PM

West Bengal Panchayat Elections 2023: বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন দুর্গাপুর অভয়নগর দু'নম্বর পঞ্চায়েতের বিদায়ী পঞ্চায়েত প্রধান রুমা মজুমদার এবং পঞ্চায়েত সদস্য অপর্ণা পোড়েল। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, যুদ্ধের সময় যারা ভোটে দাঁড়িয়ে দলের ক্ষতি করছেন, তাদের জন্য ভবিষ্যতে দলের দরজা বন্ধ।

West Bengal Panchayat Elections 2023: শৃঙ্খলাভঙ্গের অভিযোগ, হাওড়ায় তৃণমূল থেকে বহিষ্কৃত আরও ২১
হাওড়ায় তৃণমূলে ফের বহিষ্কার
Image Credit source: TV9 Bangla

Follow Us

হাওড়া: দলীয় নির্দেশ অমান্য করায় হাওড়ায় আবারও তৃণমূল কংগ্রেস থেকে ২১ জন নেতা ও কর্মীকে বহিষ্কার করা হল। সোমবার ডোমজুড়ের শলপে হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং ডোমজুড় কেন্দ্রের বিধায়ক কল্যাণ ঘোষ এক সাংবাদিক সম্মেলনে জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা চলাকালীন, যাঁরা দলের নির্দেশ অমান্য করেছেন, যাঁরা পঞ্চায়েত নির্বাচনে নির্দল অথবা অন্য কোন দলের হয়ে প্রার্থী হয়েছেন, তাঁদের বহিষ্কার করা হল। এদিন বালি জগাছা ব্লকের ২১ জন নেতা ও কর্মীকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন দুর্গাপুর অভয়নগর দু’নম্বর পঞ্চায়েতের বিদায়ী পঞ্চায়েত প্রধান রুমা মজুমদার এবং পঞ্চায়েত সদস্য অপর্ণা পোড়েল। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, যুদ্ধের সময় যারা ভোটে দাঁড়িয়ে দলের ক্ষতি করছেন, তাদের জন্য ভবিষ্যতে দলের দরজা বন্ধ। এখনও পর্যন্ত হাওড়া সদর এলাকায় ৩৫ জন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীদের দল থেকে বহিষ্কার করা হল।

প্রসঙ্গত, তৃণমূলের নবজোয়ার যাত্রা থেকেই তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছিলেন, যাঁরা পঞ্চায়েত নির্বাচনে দলের টিকিট না পেয়ে নির্দল হয়ে দাঁড়াবেন ভেবেছেন, কিংবা দল পরিবর্তন করবেন, তাঁদের তৃণমূল নিজেই বহিষ্কার করবে। এই সচেতন বার্তা আগেই দিয়েছিলেন অভিষেক। কিন্তু তারপরও দেখা যায়, টিকিট না পেয়ে অনেকেই নির্দল হিসাবে লড়ছেন। অনেকে আবার দলবদলও করেছেন। সারা রাজ্যেই এই ধরনের ঘটনা ঘটেছে। মেদিনীপুর, বাঁকুড়া কিংবা বীরভূমে এই একই ইস্যুতেই আগেই বহিষ্কার করেছে দল। এবার হাওড়ায় বহিষ্কার-পর্ব।

Next Article