হাওড়া: জুয়ার ঠেক চলছে বালিতে। খবর পেয়ে হানা দেয় পুলিশ। এরপরই চরম ঝামেলা লাগে বালির শ্রীচরণ সরণির একটি ক্লাবচত্বরে। এমন মারামারি শুরু হয়, আহত হয়ে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি হতে হয় দুই পুলিশ কর্মী ও এক আইনজীবীকে। এদিকে এই ঘটনার পরই ২ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের তালিকায় এক আইনজীবীও আছেন। সোমবার তাঁদের হাওড়া আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার কালীপুজোর রাতে এলাকায় এক জুয়ার আসর বসেছিল। বালি থানার পুলিশ খবর পেয়ে সেখানে হানা দেয়। অভিযুক্ত কয়েকজনকে ধরেও তারা। অভিযোগ, তাদের মধ্যে একজনের দাদা আইনজীবী। ভাইয়ের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পুলিশের কথায়, জুয়ার ঠেকে থাকা অভিযুক্তদের ছাড়ানোর নাম করে ওই আইনজীবী কর্তব্যরত পুলিশের উপর চড়াও হন। এমনকী পুলিশ কর্মীদের বেধড়ক মারধরও করেন বলে অভিযোগ।
পুলিশের দাবি, এই মারধরের ঘটনায় বালি থানার এএসআই প্রসেনজিৎ ঘোষ ও বালি থানার হোম গার্ড সায়ন বিশ্বাস মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি হন। সোমবার সন্ধ্যা পর্যন্ত এই দুই পুলিশ কর্মী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এই ঘটনায় পুলিশ রবিবার রাতেই আইনজীবী বিকাশকুমার সিং ও প্রসেনজিৎ মণ্ডল নামে দু’জনকে গ্রেফতার করে।
হাওড়া জেলা আদালতের আইনজীবীদের একাংশের অবশ্য পাল্টা অভিযোগ, পুলিশ যখন অভিযান চালাচ্ছিল, সেখানে গিয়েছিলেন হাওড়া আদালতের আইনজীবী বিকাশ। তবে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ বিকাশকে মারধর করে বলেও অভিযোগ।
সোমবার হাওড়া জেলা আদালতের ক্রিমিন্যাল বার লাইব্রেরির প্রেসিডেন্ট সমীর বসু রায়চৌধুরি বলেন, “একজন আইনজীবীর সঙ্গে পুলিশের এরকম আচরণের জন্য আমরা হাওড়া জেলা আদালতের আইনজীবীদের তরফে পুলিশের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করছি।” হাওড়া জেলা আদালতের আইনজীবীরা আন্দোলনে নামারও পরিকল্পনা করছেন।