হাওড়া: শব্দ বাজির তাণ্ডবে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসের কাচ ভাঙাতে বাস চলাচল বন্ধ। ভোগান্তি যাত্রীদের। জানা গিয়েছে, সোমবার রাতে হাওড়ার জগৎবল্লভপুরের ২৬সি বাসস্ট্যান্ডের পাশ দিয়ে একটি কালী ঠাকুর নিয়ে যাচ্ছিলেন কিছু লোকজন সেখানেই চলছিল প্রচণ্ড শব্দবাজির ব্যবহার। এই শব্দবাজি ফাটানোর ফলে ২৬সি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসের কাচ ভেঙে যায়।
সোমবার সকালে ওই বাসের লোকজন-সহ অন্যান্য বাসের ড্রাইভার কনডাক্টর ওই পুজো কমিটির সদস্যদের সঙ্গে কথা বলতে গেলে সমস্যার সূত্রপাত। পুজো কমিটির সদস্যরা বাস চালক ও কনডাক্টরদের ওপর চড়াও হন বলে অভিযোগ। দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগৎবল্লভপুর থানার পুলিশ। পুলিশের সামনেই হাতাহাতিতে চলতে থাকে দুপক্ষের। এই ঘটনার জেরে মঙ্গলবার সকাল থেকে ২৬সি রোডের বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
বাসের এক কনডাক্টর বলেন, “আসলে ওরা ঠাকুর বিসর্জন দিতে যাচ্ছিল। তখন ওরা একটা বোমা ফাটাল বাসের সামনে। বাসের কাচ ভেঙে যায়। আমি ওদের বলতে যাই, দেখো তোমরা যে বোমা ফাটালে কী ক্ষতি করলে দেখতে এসো। এরপরই ওরা মারধর শুরু করে।”
ঘটনার প্রতিবাদে বাস চলাচল বন্ধ রেখেছেন চালকরা। আর তাতে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা। এক যাত্রী বলেন, “বাস চালকরা গাড়ি চালানো বন্ধ রেখেছেন। কিন্তু আমাদের তো কাজ বন্ধ নেই। আমাদের তো কাজে যেতেই হচ্ছে। মারাত্মক সমস্যার পড়তে হচ্ছে। “