হাওড়া: তখন রাত বেশ বেড়েছে। প্রায় শুনাশান। সেই সুযোগকেই কাজে লাগালো চোর। কালী প্রতিমাকে প্রণাম ঠুকে একে একে খুলে নিল তাঁর গয়না। আর সেই ঘটনার ছবি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। হাওড়ার চ্যাটার্জীহাট থানায়। তবে ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি ৯ বাংলা।
সংশ্লিষ্ট সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে চোরের কীর্তি। মঙ্গলবার ভোটে ঘটনাটি ঘটেছে সৃজন সংঘ ক্লাবে। ৫৮ বছরের এই পুজো এ বছরও ধুমধাম করে হয়েছে। প্রাচীন এই বারোয়ারি পুজোয় প্রতিমার গায়ে রয়েছে প্রায় লক্ষাধিক টাকার গয়না। সেই গয়নাই খুলে নিয়েছে দুষ্কৃতী।
এ দিন ক্লাব সদস্যরা দেখেন মায়ের গায়ের গয়না নেই। তখনই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তাঁরা। ভিডিয়োয় দেখা যাচ্ছে, যে চুরি করেছে সেই চোর হাওড়ার বোস্টম পাড়া এলাকার বাসিন্দা। তাঁর নাম পুটপুট। সে প্রতিমাকে প্রণাম ঠুকে ধীরে ধীরে সমস্ত গয়না খুলে নিয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।
হাওড়া: তখন রাত বেশ বেড়েছে। প্রায় শুনাশান। সেই সুযোগকেই কাজে লাগালো চোর। কালী প্রতিমাকে প্রণাম ঠুকে একে একে খুলে নিল তাঁর গয়না। আর সেই ঘটনার ছবি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। হাওড়ার চ্যাটার্জীহাট থানায়। তবে ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি ৯ বাংলা।
সংশ্লিষ্ট সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে চোরের কীর্তি। মঙ্গলবার ভোটে ঘটনাটি ঘটেছে সৃজন সংঘ ক্লাবে। ৫৮ বছরের এই পুজো এ বছরও ধুমধাম করে হয়েছে। প্রাচীন এই বারোয়ারি পুজোয় প্রতিমার গায়ে রয়েছে প্রায় লক্ষাধিক টাকার গয়না। সেই গয়নাই খুলে নিয়েছে দুষ্কৃতী।
এ দিন ক্লাব সদস্যরা দেখেন মায়ের গায়ের গয়না নেই। তখনই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তাঁরা। ভিডিয়োয় দেখা যাচ্ছে, যে চুরি করেছে সেই চোর হাওড়ার বোস্টম পাড়া এলাকার বাসিন্দা। তাঁর নাম পুটপুট। সে প্রতিমাকে প্রণাম ঠুকে ধীরে ধীরে সমস্ত গয়না খুলে নিয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।