জগৎবল্লভপুর: রোজকার মতো শুক্রবার সকালেও অঙ্গনওয়ারি কেন্দ্রে এসেছিলেন দিদিমণি। কিন্তু, এসেই চোখ কপালে উঠে যায় তাঁর। দেখা যায় অঙ্গনাওয়ারি কেন্দ্রের দরজায় যে তালা দেওয়া রয়েছে সেটা কেউ বা কারা ভেঙে রেখে গিয়েছে। এ ছবি দেখে ঘটনা বুঝতে অসুবিধা হয়নি তাঁর। দ্রুত ডেকে আনেন এলাকার বাসিন্দাদের। তাঁদের নিয়ে ভিতরে ঢুকতেই দেখা যায় চুরি গিয়েছে বেশ কয়েক বস্তা চাল ও ডাল। ঘটনার খবর চাউর হতেই শোরগোল পড়ে হাওড়ার জগৎবল্লভপুরের শঙ্করহাটি এক নম্বর পঞ্চায়েতের পাইকপাড়া এলাকায়। এ ঘটনাতেই এবার ৩ জনকে গ্রেফতার করল পুলিশ।
এলাকার বাসিন্দাদের দাবি, বিগত কয়েক মাস ধরেই এলাকায় একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। তাতেই আতঙ্কে রয়েছে তাঁরা। এরইমধ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চুরির ঘটনায় নতুন করে শোরগোল পড়ে যায় এলাকায়। অভিযোগ পেয়ে তদন্তে নামে জগৎবল্লভপুর থানার পুলিশ। একদিনের মধ্যে অজয় দাস,সৌরভ দাস ও সৌমেন দোলুই নামে তিন যুবককে গ্রেফতার করল পলিশ। শুক্রবার গভীর রাতে তাঁদের গ্রেফতার করা হয় বলে জানা যাচ্ছে। শনিবার তাঁদের তোলা হচ্ছে হাওড়া আদালতে।
ঘটনায় এলাকার বাসিন্দা মেঘনাদ দোলুই বলেন, “সকালে দিদিমণি তালা খুলতে গিয়ে দেখেন তালাটা ভাঙা অবস্থায় রয়েছে। তারপর আমাদের ডাকে। এসে আমরা দেখি ২ বস্তা চাল, ২ বস্তা ডাল চুরি গিয়েছে। উনি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন। আসলে আমাদের এখানে বিগত কয়েকদিন বেশ কয়েকটা চুরির ঘটনা ঘটেছে। বেশ কয়েকবার ছাগল চুরির ঘটনাও সামনে এসেছে। মন্দিরেও চুরি হয়েছে। আতঙ্কে তো অবশ্যই রয়েছি।”