Howrah: জমি কার? বিবাদের জেরে চলল গুলি, উত্তেজনা ডোমজুড়ে

Subrata Banerjee | Edited By: জয়দীপ দাস

Nov 17, 2023 | 7:20 PM

Howrah: মনোজের অভিযোগ, স্বপন পানের সাগরেদ সানি গুলি চালিয়েছে। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে স্বপনের শিবির। স্বপন পানের পক্ষে সাইফুল শেখের অভিযোগ, মনোজের নিরাপত্তা কর্মী গুলি চালিয়েছে।

Howrah: জমি কার? বিবাদের জেরে চলল গুলি, উত্তেজনা ডোমজুড়ে
ব্যাপক উত্তেজনা এলাকায়
Image Credit source: TV-9 Bangla

Follow Us

ডোমজুড়: জমি নিয়ে বিবাদের জেরে হাওড়ার শিল্পতালুকে চলল গুলি। সূত্রের খবর, এদিন ডোমজুড়ের জালান কমপ্লেক্সে জমি নিয়ে বিবাদ শুরু হয় মনোজ চট্টোপাধ্যায় ও স্বপন পানের গোষ্ঠীর মধ্যে। অভিযোগ, জালাম কমপ্লেক্সে মনোজের জমিতে বেআইনিভাবে ঢুকে পড়েন স্বপন পান ও তাঁর লোকজন। শুক্রবার মনোজের জমিতে ঢুকে বোর্ড লাগানোর অভিযোগ ওঠে স্বপনের লোকজনের বিরুদ্ধে। দু’পক্ষের বচসার মধ্যে এক রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে ডোমজুড় থানার পুলিশ। 

মনোজের অভিযোগ স্বপন পানের সাগরেদ সানি গুলি চালিয়েছে। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে স্বপনের শিবির। স্বপন পানের পক্ষে সাইফুল শেখের অভিযোগ, মনোজের নিরাপত্তা কর্মী গুলি চালিয়েছে। যদিও মনোজ বলছেন, স্বপন পানের যত জায়িলাতি কারবার আছে সব সানি সিং চালায়। তার প্রমাণও রয়েছে। সানি সিংই গুলি চালিয়েছে। আমার জমির পিছন দিক থেকে গুলি চলেছে। গুলিটা আমাদের লোকজনকে লক্ষ্য করেই চালানো হয়েছে। 

এখানে না থেমে তিনি আরও বলছেন, “অন্য ফ্য়াক্টরির মধ্যে ঢুকেছিল। তারাও চুরির কমপ্লেন করছে। সিসিটিভি ফুটেজ আছে। গুলি চালানোর পর আমাদের লোকজনকে গেটের কাছে এসে মারধর করেছে।” কিন্তু সমস্যাটা কোথায়? এ বিষয়ে মনোজের দাবি, আমার জমি আমি ব্যবহার করছি। এখন ভুয়ো পেপার নিয়ে স্বপন যদি ওই জমি নিজের বলে দাবি করে তাহলে তো সমস্যা হবেই। ওর কাছে সব দুনম্বরি জমি রয়েছে। নানা জায়গায় পয়সা খাইয়ে ওইসব জমি হাতিয়েছে। এর আগেও এলাকার শান্তি-শৃঙ্খলা বিঘ্নিন্ত হয়েছে। এলাকার কিছু দুষ্কৃতী এসব করছে।

Next Article