Belur Math: শেষকৃত্য সম্পন্ন স্বামী প্রভানন্দ মহারাজের, মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে ছিলেন আলাপন

রাত ৯টা নাগাদ বেলুড় মঠে গঙ্গাতীরের পাশে সন্ন্যাসীদের উপস্থিতিতে স্বামী প্রভানন্দজির শেষকৃত্য সম্পন্ন করা হয়।

Belur Math: শেষকৃত্য সম্পন্ন স্বামী প্রভানন্দ মহারাজের, মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে ছিলেন আলাপন
স্বামী প্রভানন্দ মহারাজের শেষকৃত্য সম্পন্ন হল বেলুড় মঠে।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 03, 2023 | 4:25 PM

হাওড়া: বেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি স্বামী প্রভানন্দজির (Swami Prabhananda) শেষকৃত্য সম্পন্ন হল। নির্দিষ্ট সময় অনুসারেই রাত ৯টা নাগাদ বেলুড় মঠে (Belur Math) গঙ্গাতীরের পাশে সন্ন্যাসীদের উপস্থিতিতে স্বামী প্রভানন্দজির শেষকৃত্য সম্পন্ন করা হয়। মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Bandyopadhay)। এছাড়া বেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশনের ভাইস প্রেসিডেন্টের প্রয়াণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও শোকবার্তা পাঠিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর শনিবার সন্ধ্যা ৬.৫০ মিনিটে শিশুমঙ্গল সেবা প্রতিষ্ঠান হাসপাতালে প্রয়াত হন স্বামী প্রভানন্দ। তারপর রাতেই তাঁর নশ্বর দেহ বেলুড় মঠে নিয়ে আসা হয়। এদিন সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ভক্ত এবং দর্শকদের জন্য বেলুড় মঠের সংস্কৃতি ভবনে স্বামী প্রভানন্দজির দেহ শায়িত রাখা হয়। বেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সঙ্ঘাধ্যক্ষকে শ্রদ্ধা জানান তাঁর অগণিত ভক্তবৃন্দ। তারপর রাত ৯টা নাগাদ কেবল বেলুড় মঠের সন্ন্যাসীদের উপস্থিতিতে, তাঁদের চোখের জলে মঠ চত্বরেই স্বামী প্রভানন্দজির শেষকৃত্য করা হয়।

স্বামী প্রভানন্দজি ১৯৫৮ সালে রামকৃষ্ণ মিশনে যোগদান করেন। এরপরে মিশনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের পদ অলঙ্কৃত করেছিলেন তিনি। সেবা প্রতিষ্ঠানের সহ-সম্পাদক ছিলেন। ১৯৮৩ সালে তিনি মঠের সহ-সম্পাদক পদে নিযুক্ত হন। ২০০৭ সালে সাধারণ সম্পাদক হন তিনি। এরপর ২০১২ সালে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। দেশ-বিদেশে প্রায় ৫০ হাজারের বেশি ভক্তকে দীক্ষা দিয়েছেন স্বামী প্রভানন্দ।