Calcutta High Court: হাইকোর্টে ধাক্কা বিজেপির, হাওড়া ওয়ার্ড পুনর্বিন্যাস-মামলা খারিজ

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Sep 29, 2022 | 5:54 PM

BJP: বিজেপির আইনজীবীর যুক্তি ছিল, ২০১৫ সালের আগে হাওড়া পুরসভায় ৫০টি ওয়ার্ড ছিল। পরে হাওড়া পুরসভার সঙ্গে বালি পুরসভা জুড়ে ওয়ার্ড সংখ্যা হয় ৬৬।

Calcutta High Court: হাইকোর্টে ধাক্কা বিজেপির, হাওড়া ওয়ার্ড পুনর্বিন্যাস-মামলা খারিজ
হাওড়া পুরসভা। ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল বিজেপি। হাওড়া পুরসভার আসন পুনর্বিন্যাস খসড়া প্রস্তাবের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছিল বিজেপি। বৃহস্পতিবার সেই মামলা খারিজ করে দিল আদালত। গত ১৯ সেপ্টেম্বর জেলা পুরনির্বাচনী আধিকারিক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন। সেখানে হাওড়া পুরসভায় ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৬ করার প্রস্তাব রাখা হয়। এই বিজ্ঞপ্তি খারিজের আর্জি নিয়েই হাইকোর্টে গিয়েছিল বিজেপি।

বিজেপির আইনজীবীর যুক্তি ছিল, ২০১৫ সালের আগে হাওড়া পুরসভায় ৫০টি ওয়ার্ড ছিল। পরে হাওড়া পুরসভার সঙ্গে বালি পুরসভা জুড়ে ওয়ার্ড সংখ্যা হয় ৬৬। এখন আবার রাজ্য সরকার বিধানসভায় দু’টি পুরসভাকে আলাদা করার বিল পাশ করে। তাতে রাজ্যপাল এখনও সই করেননি। অথচ রাজ্য সরকার এখন এককভাবে হাওড়ার ওয়ার্ড সংখ্যা বাড়িয়ে ৬৬ করতে চাইছে। ফলে এই বিজ্ঞপ্তিটি খারিজ করা হোক।

অন্যদিকে রাজ্য সরকারের আইনজীবীর যুক্তি ছিল, এই বিজ্ঞপ্তিটি চূড়ান্ত নয়। জেলা নির্বাচনী আধিকারিক বিজ্ঞপ্তি দিয়ে জনগণের মতামত চেয়েছেন। কারও কোনও আপত্তি থাকলে তা তারা লিখিতভাবে দিতে পারেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় বিবেচনা করা হবে। রাজ্যের এই যুক্তি শোনার পরই মামলাটি খারিজ করে দেন বিচারপতি অমৃতা সিনহা।

২০১৮ সালের ডিসেম্বর মাসে হাওড়া পুরসভার তৃণমূল পরিচালিত বোর্ডের মেয়াদ শেষ হয়। তারপর থেকে বেশ কয়েক দফায় প্রশাসক বসিয়ে পুরসভার কাজ চালানো হয়। পরে কোভিড পরিস্থিতির কারণে নির্বাচন প্রক্রিয়া স্থগিত রাখা হয়। এরপর হাওড়া পুরসভা ও বালি পুরসভাকে আলাদা করতে চেয়ে রাজ্যের বিল পাশ এবং তৎপরবর্তী জটিলতায় এখনও গেঁড়ো কাটেনি। এরমধ্যেই সম্প্রতি হাওড়া পুরসভার ওয়ার্ড বিন্যাস সংক্রান্ত প্রস্তাব নিয়ে তৈরি হয় জটিলতা। বিজেপির নেতা উমেশ রায় তখনই জানিয়েছিলেন তাঁরা আদালতে যাচ্ছেন। তাঁদের বক্তব্য ছিল আইন মেনে এই প্রক্রিয়া হচ্ছে না। তবে যেহেতু গোটা বিষয়টিই প্রস্তাব, তাই  এদিন আদালত সেই আবেদন খারিজ করে দিল।

Next Article