Train Derailment: লাইনচ্যুত হাওড়া-আমতা লোকাল, আহত একাধিক

Subrata Banerjee | Edited By: অংশুমান গোস্বামী

Feb 23, 2023 | 2:27 PM

Howrah-Amta Local: আমতাগামী ওই লোকাল ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানা গিয়েছে।

Train Derailment: লাইনচ্যুত হাওড়া-আমতা লোকাল, আহত একাধিক
ফাইল চিত্র।

Follow Us

জগৎবল্লভপুর: লাইনচ্যুত হল লোকাল ট্রেন। বৃহস্পতিবার বেলা ১২টা- সাড়ে ১২টা নাগাদ লাইনচ্যুত হয় হাওড়া- আমতা লোকাল। মাজু স্টেশন ঢোকার আগে জগৎবল্লভপুরে যাদববাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। আমতাগামী ওই লোকাল ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানা গিয়েছে। তবে যখন ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে তখন গাড়ির গতি অনেকটাই কম ছিল বলে জানা গিয়েছে। এর জেরে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে রেল সূত্রে জানা গিয়েছে। যদিও বড় দুর্ঘটনা না হলেও এই লাইনচ্যুতির জেরে কয়েক জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এদের মধ্যে তিন জন গুরুতর আহত বলে জানা গিয়েছে। আহতদের উদ্ধার করে ইতিমধ্যেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন দক্ষিণ-পূর্ব রেলের পদস্থ ইঞ্জিনিয়াররা।

লাইনচ্যুত হাওড়া-আমতা লোকাল

আমতা লোকাল লাইনচ্যুত হওয়ায় ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। যেখানে লাইনে ট্রেন লাইনচ্যুত হয়েছে, সেখান দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, ট্রেন সরিয়ে ওই লাইনে গাড়ি চলাচল করতে কিছুটা সময় লাগবে। তবে কেন দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হবে বলে জানানো হয়েছে দক্ষিণ পূর্ব রেলের তরফে। বিষয়টি নিয়ে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কে এস আনন্দ বলেছেন, “আমতা লোকাল লাইনচ্যুত হয়েছে। ক্ষয়ক্ষতি ঘটেনি। তিন জন আহত হয়েছে। আধিকারিকরা পৌঁছে গিয়েছেন দুর্ঘটনাস্থলে। ট্রেন সরাতে এখন সময় লাগবে। কেন এ রকম হল তা নিয়ে বিস্তারিত তদন্ত হবে।”

ঘটনাস্থলে থাক আরপিএফ-এক অফিসার বলেছেন, “আহত তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রেনের বগি লাইনের উপরেই রয়েছে।” তবে কী থেকে এই দুর্ঘটনা সে ব্যাপারে কিছু জানানো হয়নি রেলের তরফে। লাইনে ফাটল না যান্ত্রিক গোলযোগ? বিষয়টি নিয়ে তদন্তের পর তা পরিষ্কার হবে জানানো হয়েছে রেলের তরফে।

Next Article