Howrah Money Recover: এবার ময়দানে ইডি! পান্ডে ব্রাদার্সদের ১০০ কোটির সম্পত্তি তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 04, 2023 | 1:31 PM

Howrah: ইতিমধ্যে ইসিআইআর (Ecir) রুজু করে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি কলকাতা পুলিশের থেকেও সমস্ত নথি সংগ্রহ করা হয়েছে।

Howrah Money Recover: এবার ময়দানে ইডি! পান্ডে ব্রাদার্সদের ১০০ কোটির সম্পত্তি তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা
হাওড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার টাকা (নিজস্ব চিত্র)

Follow Us

হাওড়া: শিবপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল কোটি-কোটি টাকা। ঘটনার তদন্তে এবার ময়দানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইতিমধ্যেই পাণ্ডে ব্রাদর্সদের ১০০ কোটি টাকার হদিশ মিলেছে। কোথা থেকে এল টাকা? উৎস খুঁজতে তদন্তে কেন্দ্রীয় সংস্থা।

সূত্রের খবর, দিন কয়েক আগে কলকাতা পুলিশ শিবপুর থানা এলাকার দুই ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় আট কোটি টাকা উদ্ধার করে। পরবর্তীতে জানা যায় তাঁদের টাকার পরিমাণ ১০০ কোটির বেশি। সেই মামলায় এবার ইডি তদন্ত শুরু করেছে। এই বিপুল পরিমাণ টাকার উৎস কী, কোথা থেকে এল? কত লেনদেন হয়েছে? এই টাকা বিদেশে পাচার হয়েছে কি না সেই সংক্রান্ত বিষয় জানার জন্যই তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে ইসিআইআর (ECIR) রুজু করে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি কলকাতা পুলিশের থেকেও সমস্ত নথি সংগ্রহ করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের দায়ের করা অভিযোগের ভিত্তিতে শিবপুরে অভিজাত আবাসনে হানা দেন গোয়েন্দারা। গাড়ি থেকে উদ্ধার হয় ২ কোটি ২২ লক্ষ টাকা। সঙ্গে সোনা-হিরের গয়না। হদিশ মেলে দুই অ্যাকাউন্টেরও, যেখানে গচ্ছিত রয়েছে ২২ কোটিরও বেশি টাকা। অ্যাকাউন্ট দুটি ফ্রিজ করেন গোয়েন্দারা। ফ্ল্যাটে হানা দিতেই চক্ষু চড়কগাছ তদন্তকারীদের। ৬ কোটির মতো টাকা উদ্ধার হয় ফ্ল্যাট থেকেই।

এরপর শিবপুরের অপ্রকাশ মুখার্জি লেনের আবাসনে হানা দেন কলকাতা পুলিশের সাইবার অপরাধ দমন শাখার কর্তারা। তালা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ। রাত ১২টা ৪০ মিনিট পর্যন্ত চলে তল্লাশি ও টাকা গোনার কাজ। উদ্ধার হয় ৫ কোটি ৯৫ লক্ষ টাকা। বাজেয়াপ্ত করা হয় প্রচুর গয়না। আবাসনের তিন তলায় ব্যবসায়ী শৈলেশ পান্ডের আরেক ফ্ল্যাট। শিবপুরে গঙ্গার ধারে যাঁর অন্য আবাসনের পার্কিং লটের গাড়িতে উদ্ধার হয় প্রায় আড়াই কোটি টাকা।

Next Article