উলুবেড়িয়া: ভোট (Panchayat Election 2023) মিটলেও হিংসা থামছে না বাংলায়। দিকে দিকে বিরোধীদের উপর আক্রমণের অভিযোগ উঠছে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। এবার উলুবেড়িয়ায় কংগ্রেস সমর্থককে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের লোকজনের বিরুদ্ধে। ঘটনা উলুবেড়িয়া ২ ব্লকের তেহট্ট কাঁটাবেড়িয়া ২ পঞ্চায়েতে কাটরা গ্রামের। এখানেই জয়ী হয়েছেন আইএসএফ ও কংগ্রেসের প্রার্থীরা। অভিযোগ, ফল প্রকাশের পরই তৃণমূলের কর্মী সমর্থকেরা কংগ্রেসের কর্মীদের মারধর শুরু করেছে। বুধবার সকালে কংগ্রেস সমর্থক শেখ হায়দার আলী বাড়ি থেকে বাইরে বেরোনোর পর তাঁকেও বেধড়ক মারধর করা হয়। বোমাবাজিও হয় এলাকায়। ঘটনার পর থেকে চাপা উত্তেজনা রয়েছে এলাকায়।
স্থানীয় বাসিন্দারাই হায়দারকে উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করেন। ঘটনায় কংগ্রেস নেতা অভিতাভ চক্রবর্তী সুর চড়িয়েছেন শাসকদলের বিরুদ্ধে। তাঁর দাবি, পুলিশে খবর দিলও পুলিশ আসেনি। এখনও ঘটনাস্থলে পড়ে রয়েছে তাজা বোমা। যদিও হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক কর্তা বলছেন, খবর পাওয়ার পর পুলিশ সেখানে গিয়েছিল। তবে কোনও অভিযোগ জমা পড়েনি। অভিযোগ জমা পড়লেই তা খতিয়ে দেখা হবে।
শুধু দক্ষিণবঙ্গ নয়। হিংসার ছবি দেখা গিয়েছে মালদহে। এদিন সকাল থেকে জেলায় দুটি মৃত্যুর ঘটনা ঘটে গিয়েছে। এদিনই আবার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের হুসেনপুর ১৬ নং বুথে তৃণমূল প্রার্থীর বাড়িতে ঢুকে হামলা অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। চলেছে ভাঙচুর। তৃণমূলের দাবি, সবই বিরোধীদের কাজ।